শুক্রবার, মে 23, 2025

কুমিল্লার মডার্ণ হসপিটালের নামে ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার

সম্প্রতি, কুমিল্লার ‘মডার্ণ হসপিটাল প্রাইভেট লিমিটেড’- এ নিয়োগ বিজ্ঞপ্তি দাবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তিটিতে উল্লিখিত পদগুলো হলো: অভ্যর্থনাকারী/রিসিপশনিস্ট, বিল কাউন্টার, হেল্প ডেস্ক।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কুমিল্লার ‘মডার্ণ হসপিটাল প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ প্রকাশ করেনি বরং, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে কুমিল্লার মডার্ণ হসপিটাল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে মডার্ণ হসপিটাল প্রাইভেট লিমিটেড, কুমিল্লা এর ফেসবুক পেজওয়েবসাইটে সম্প্রতি এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তথ্য পাওয়া যায়নি। 

তবে, মডার্ণ হসপিটাল প্রাইভেট লিমিটেড, কুমিল্লা এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২৮ এপ্রিল নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে একটি সতর্কীকরণ পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

পোস্টটিতে সকলের দৃষ্টি আকর্ষণ করছি উল্লেখ করে বলা হয়, ‘ইদানিং ফেসবুকে কিছু মানুষ ভুল তথ্য দিয়ে কিছু গ্রুপে মডার্ণ হসপিটালের নামে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে, এবং এপ্লিকেশনের জন্য বিকাশ নগদের মাধ্যমে টাকা দেওয়ার কথা বলছে, কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এই রকম কোন কিছুই দেওয়া হয় নাই, সুতরাং প্রতারক থেকে সবাই সাবধানে থাকবেন ধন্যবাদ।’

সুতরাং, কুমিল্লার ‘মডার্ণ হসপিটাল প্রাইভেট লিমিটেড’- এ নিয়োগ বিজ্ঞপ্তি দাবিতে সামাজিক মাধ্যমে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Modern Hospital Comilla: Website
  • Modern Hospital Pvt. Ltd. Cumilla: Facebook Post

আরও পড়ুন

spot_img