মোসাদের সদর দপ্তর ধ্বংসের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের

সম্প্রতি, ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনী ইসরা*ইলের প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টার এর উপর এয়ার স্ট্রাইক (মিসাইল) ছুঁড়ে লণ্ডভণ্ড করে দিছে। আলহামদুলিল্লাহ’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর ধ্বংসের কোনো ঘটনার নয় বরং, এটি ২০২৩ সালে ভারতের হায়দ্রাবাদে হাসপাতালের আগুনের ঘটনার ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Qutub Uddin guda moinnabad’ নামক ইউটিউব চ্যানেলে গত ২০২৩ সালের ২৩ ডিসেম্বর ‘Massive Fire Accident at Ankura Hospital Gudi Malkapur Hyderabad’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

উক্ত ভিডিও থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ভারতীয় গণমাধ্যম ‘India Today’ এর ওয়েবসাইটে ২৩ ডিসেম্বর ২০২৩ ‘Massive fire breaks out at Hyderabad hospital, patients shifted’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ‘২০২৩ সালের ২৩ ডিসেম্বর (শনিবার) হায়দ্রাবাদের অঙ্কুরা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শর্ট সার্কিটের কারণে বারান্দায় লাগানো বাইরের আলোতে আগুন লেগেছে। দমকল বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, হাসপাতালের ভেতরে প্রায় ১৫ জন রোগী ছিলেন এবং তাদের অন্য একটি ইনস্টিটিউটে স্থানান্তরিত করা হয়েছে।’ (অনূদিত)

সেসময়ে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম উক্ত বিষয়ে সংবাদ (,,) প্রচার করে। 

সুতরাং, মোসাদের সদর দপ্তর ধ্বংসের ঘটনার ভিডিও দাবিতে ভারতের হায়দ্রাবাদে হাসপাতালের আগুনের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img