গত ২৬ এপ্রিল রাজধানীর প্রেসক্লাবের সামনে ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছে দেশের পীর-মাশায়েক, সুন্নি-জনতা।
উক্ত সমাবেশকে ব্যর্থ করার জন্য জামায়াত ইসলামীর কথিত পরিকল্পিত সন্ত্রাসের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ককটেলসহ এক যুবককে গ্রেফতার করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এছাড়া, একই ভিডিওটি উক্ত সমাবেশ থেকে সুন্নী লীগ অর্থাৎ আওয়ামী লীগ সমর্থক আটকের ঘটনা বলেও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ককটেলসহ এক যুবককে সেনাবাহিনী কর্তৃক গ্রেফতারের ঘটনার এই ভিডিওটি গত ২৬ এপ্রিল ঢাকায় ফিলিস্তিনের পক্ষে সুন্নী মহাসমাবেশের নয়, বরং গত ১২ এপ্রিল দেশের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের ডাকা ‘মার্চ ফর গাজা’ শীর্ষক জনসমাবেশে এক যুবকের কাছে বোমা সদৃশ বস্তু পেয়ে তাকে আটক করে সেনাবাহিনী। এটি সেই ঘটনারই ভিডিও।
অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটিতে জাতীয় দৈনিক খবরের কাগজের লোগো সম্বলিত ওয়াটার মার্ক রিউমর স্ক্যানার টিমের নজরে আসে। উক্ত লোগোর সূত্র ধরে অনুসন্ধানে দৈনিক খবরের কাগজের ইউটিউব চ্যানেলে “মার্চ ফর গাজা মিছিলে বোমা সদৃশ বস্তুসহ যুবক, আটক করল সেনাবাহিনী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিও থেকে জানা যায়, গত ১২ এপ্রিল দেশের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের ডাকা ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে এক যুবকের কাছে বোমা সদৃশ বস্তু পেয়ে সেই যুবককে আটক করে সেনাবাহিনী। উক্ত ঘটনার দৃশ্য এটি।
অর্থাৎ, বোমা সদৃশ বস্তুসহ যুবককে আটকের ভিডিওটি গত ১২ এপ্রিলের।
সুতরাং, গত ১২ এপ্রিল দেশের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের ডাকা ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে এক যুবকের বোমা সদৃশ বস্তুসহ সেনাবাহিনীর হাতে আটকের ভিডিওকে গত ২৬ এপ্রিল পীর-মাশায়েক, সুন্নি-জনতার ডাকা ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে এক যুবককে ককটেলসহ পেয়ে সেনাবাহিনীর গ্রেফতারের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Khaborer Kagoj- মার্চ ফর গাজা মিছিলে বোমা সদৃশ বস্তুসহ যুবক, আটক করল সেনাবাহিনী