ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ১২ পাকিস্তানি সেনা নিহতের দাবিটি মিথ্যা 

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন। উক্ত হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। 


এরই প্রেক্ষিতে, তাট্টা পানি সেক্টর নামক একটি জায়গায় ভারতীয় সেনাবাহিনীর পাল্টা গুলিবর্ষণে কমপক্ষে ১২ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩টি পোস্ট ও ২টি আর্টিলারি অবস্থান ধ্বংস হয়েছে দাবিতে দুইটি ভিডিও ইন্টারনেটে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। ভিডিও দুটির মধ্যে একটিতে দেখা যাচ্ছে, ঘাঁটি থেকে মর্টার শেল বা গোলাবর্ষণ করা হচ্ছে এবং অন্য ভিডিওতে উপুড় হয়ে থাকা এক ব্যক্তিকে সেনা পোশাক পরিহিত এক ব্যক্তি গুলি করতে দেখা যায়।

ঘাঁটি থেকে মর্টার শেল বা গোলাবর্ষণ করা হচ্ছে এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

সেনা পোশাক পরিহিত এক ব্যক্তি কর্তৃক গুলি করা ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার প্রতিবাদে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ১২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, পুরোনো ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে আলোচিত দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ভিডিও যাচাই ০১

ভিডিওটির কিছু কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘IAF Garud’ নামক ফেসবুক পেজে ২০২০ সালের ১৫ এপ্রিল প্রচারিত একটি ভিডিওর সাথে হুবহু মিল রয়েছে। তবে, ভিডিওটিতে ঘটনার বর্ণনা পাওয়া যায়নি।

Comparison: Rumor Scanner

পরবর্তীতে, ভারতীয় সংবাদ মাধ্যম  রিপাবলিক ভারত এর ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১৪ জুন ‘J&K: Pakistan ने पुंछ में किया सीजफायर का उल्लंघन, सेना दे रही मुहतोड़ जवाब’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, পাকিস্তান পুঞ্চে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ভারতীয় সেনাবাহিনী এর উপযুক্ত জবাব দিচ্ছে।

অর্থাৎ, এটি একটি পুরোনো ভিডিও।

ভিডিও যাচাই ০২ 

ভিডিওটির কিছু কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘Indian Military Images’ নামের ফেসবুক পেজে ২০২০ সালের ১৮ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিওতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ফুটেজ খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

তবে, ঘটনার বিস্তারিত কিছুই উল্লেখ পাওয়া যায়নি।

এছাড়াও, ‘BestGore.Fun’ নামক ওয়েবসাইটে ২০২২ সালের ১৬ আগস্ট ‘Indian army executes Kashmiri militants’ শীর্ষক শিরোনামে ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, এটি নিশ্চিত যে এটিও একটি পুরোনো ভিডিও। এই ঘটনার সাথেও পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলাকে কেন্দ্র করে কোনো ঘটনার সাথে সম্পৃক্ততা নেই।


পরবর্তীতে, সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলি হয়েছে কিনা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এর ওয়েবসাইটে আজ ২৬ এপ্রিল ‘India, Pakistan exchange gunfire for 2nd day as ties plummet after attack’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদটিতে ভারতের সেনাবাহিনীর বরাতে জানানো হয়, শুক্রবার রাতে নিয়ন্ত্রণরেখার (এলওসি)-তে পাকিস্তানি সেনা চৌকি থেকে উসকানিমূলক গুলি চালানোর পর ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে। এছাড়াও বলা হয়, পাকিস্তানি সেনারা বৃহস্পতিবার মধ্যরাতের দিকেও বিক্ষিপ্তভাবে গুলি চালিয়েছিল। প্রতিবেদনে ভারত-পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখায় এই গোলাগুলিতে কোনো হতাহতের উল্লেখ পাওয়া যায়নি।

এছাড়াও, ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর ওয়েবসাইটের প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ফিরোজপুর সেক্টরে ভুলবশত শূন্যরেখা অতিক্রম করার পর বুধবার পাকিস্তান রেঞ্জার্স কর্তৃক সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য আটক হয়।

সুতরাং, সম্প্রতি ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলার পাল্টা জবাব হিসেবে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ১২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img