বৃহস্পতিবার, মে 22, 2025

ভারতীয় শিশু লেখানাকে বাংলাদেশি শিশু আয়েশা দাবি করে আর্থিক সহায়তা চেয়ে প্রতারণা

সম্প্রতি ‘পাচ বছরের এই ছোট বোনটির নাম আয়েশা। পিতা – মিদুল মাতা – মোছা ফিরোজা বেগম গ্রাম – হাজিপাড়া ইউনিয়ন – বারোবাজার থানা – কালিগঞ্জ জেলা – ঝিনাইদহ শিশুটি লিভার টিউমারে আক্রান্ত যা থেকে এখন ক্যান্সার হয়েছে, জরুরী চিকিৎসার  জন্য অনেক টাকার  প্রয়োজন। তার চিকিৎসায় প্রয়োজন পাঁচ লাখ টাকা।’ শীর্ষক ক্যাপশনে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ক্যাপশনে আরো বলা হয়, বোনটার বাবা একজন সামান্য দিনমজুর । ইতিমধ্যে ওর চিকিৎসা করাতে গিয়ে ওর বাবার গ্রামে যা জমি ছিল সব শেষ,, তাই এখন নিরুপায় হয়ে দেশবাসীর কাছে হাত পেতেছেন।।  আমরা ত প্রতিনিয়ত কত টাকা নষ্ট করি,, আসুন আজকের দিনে ৫০/১০০ টাকা অযথা নষ্ট না করে এই বোনটির প্রান বাচাতে দান করি।।।।দান সাদকা দিবো।।।   সাহায্য পাঠানোর জন্যঃ বি কাশ+ নগ ত  রকে ট পার্সো নাল 01732 1989 47 (মেয়েটার বাবা)। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিশু আয়েশা নামে প্রচারিত ছবিটি কোনো বাংলাদেশি শিশুর নয় বরং ভারতের যকৃতের রোগাক্রান্ত একজন শিশুর ছবি ব্যবহার করে আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভুয়া পোস্টের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম Impact Guru এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ১৭ এপ্রিল প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত ছবিগুলোর সাথে আলোচিত পোস্টের শিশুর ছবিগুলোর মিল খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, ছবির শিশুটির নাম লেখানা। সে যকৃতের রোগে আক্রান্ত, তার রক্তের মাত্রা বিপদজনকভাবে কম এবং ১৫ দিনের মধ্যের জরুরীভাবে তার স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট করা প্রয়োজন। তার বাবা-মা চেষ্টা করে গেলেও তা যথেষ্ট হচ্ছে না এবং শিশুটির অবস্থার অবনতি হচ্ছে বলে Impact Guru প্লাটফর্মটির মাধ্যমে আর্থিক সাহায্য চেয়ে তহবিল সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

পরবর্তীতে, Impact Guru এর ফেসবুক পেজে গত ১৮ এপ্রিল প্রকাশিত একটি পোস্ট থেকেও একই তথ্য জানা যায়। 

অর্থাৎ, আলোচিত ছবিগুলো ভারতীয় শিশু লেখানার।

সুতরাং, বাংলাদেশের কথিত ক্যান্সার আক্রান্ত শিশু আয়েশার চিকিৎসার জন্য অর্থ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ প্রতারণামূলক এবং মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img