শুক্রবার, মে 23, 2025

আমার দেশ এর নামে ভুয়া পেজ থেকে গণ অধিকার পরিষদের বিএনপির সাথে জোটের বিষয়ে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাথে গণ অধিকার পরিষদের জোট গঠন করার কথা জানিয়েছেন দাবিতে জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার সূত্রে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এছাড়াও একই দাবিতে কতিপয় ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। এমন পোস্টগুলো দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাথে গণ অধিকার পরিষদের জোট গঠন করার বিষয়ে ভিপি নুরের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। এছাড়াও দৈনিক আমার দেশও এ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, আমার দেশ এর নাম ও লোগো ব্যবহার করে পরিচালিত ভুয়া একটি ফেসবুক পেজ থেকে উক্ত দাবি সংক্রান্ত একটি পোস্টের পর বিষয়টিকে সত্য ভেবে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে দাবিটির সূত্রপাত হিসেবে প্রচারিত আমার দেশ নামক ফেসবুক পেজটি খুঁজে বের করে রিউমর স্ক্যানার। গতকাল (২০ এপ্রিল) সন্ধ্যা ০৭ টা ০৯ মিনিটে প্রচারিত আলোচিত পোস্টটিতে দাবি করা হয়, ‘বিএনপির সাথে জোট করবে গণ অধিকার পরিষদ। ভিপি নুর।’

Screenshot Collage by Rumor Scanner 

কিন্তু পেজটির ট্রান্সপারেন্সি সেকশন ঘেঁটে দেখা যায়, উক্ত পেজটি ২০২৪ সালের ১৮ অক্টোবর খোলা হয়েছে। এছাড়া পেজটি আমার দেশ পত্রিকার আসল পেজও নয়।

পরবর্তী অনুসন্ধানে আমার দেশ পত্রিকার মূল ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও অন্য কোনো গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রেও দাবিটির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। বরং, ২০২৪ সালের ২৯ অক্টোবর পটুয়াখালীর গলাচিপায় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বরিশালে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নুরুল হক নুর জানান, তারা বিএনপির সাথে কোনো জোট করেননি। গণঅধিকার পরিষদ নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেবেন বলেও সেসময় জানান তিনি।   

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে পরবর্তীতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ-এর ফেসবুক আইডিতে গত ২০ এপ্রিল রাত ৯টা ৫২ মিনিটে প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook 

উক্ত পোস্টে তিনি বিএনপির সাথে গণ অধিকার পরিষদের জোট করার বিষয়ে দৈনিক আমার দেশ পত্রিকার নামে পরিচালিত ভুয়া ফেসবুক পেজ থেকে করা পোস্টটির একটি স্ক্রিনশট প্রচার করে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

সুতরাং, গণ অধিকার পরিষদ বিএনপির সাথে জোট করবে দাবিতে নুরুল হক নুরের বরাতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Amar Desh- Fake Facebook Page 
  • Amar Desh- Fake Facebook Page Post
  • আবু হানিফ Facebook Post

আরও পড়ুন

spot_img