ফিলিস্তিনে চলমান ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ চলছে বিশ্বজুড়ে, বাংলাদেশেও নিয়মিতভাবে ইসরায়েলের এমন আগ্রাসনের প্রতিবাদ জানানো হচ্ছে। ইসরায়েলের এমন আগ্রাসনে সৌদি আরব সরকার নীরব ভূমিকা পালন করছে দাবি করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছবি নানাভাবে কটাক্ষ করা হয়েছে বাংলাদেশে, এমন অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘নববর্ষের দিনে সৌদি যুবরাজের ছবিতে জুতা মারার জেরে। এই অবস্হা চলছে দেশের নোবেল পাওয়া লোকটাকে কেউ থামান’ ক্যাপশনে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের ‘এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার’ শীর্ষক শিরোনামের একটি পোস্ট সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছবিতে জুতা নিক্ষেপের জেরে এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার হয়নি, এমনকি গ্রেফতারকৃতদের মধ্যে কতজন বাংলাদেশি বা আদৌ বাংলাদেশি আছে কিনা সে বিষয়ে এ সংক্রান্ত প্রেস রিলিজে কোনো তথ্য উল্লেখ নেই। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন একাধিক কারণে এসব গ্রেফতারের ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত দাবির পোস্টগুলোতে থাকা চ্যানেল টোয়েন্টিফোরের ফেসবুক পোস্টের কমেন্টে তাদের ওয়েবসাইটে গত ১৯ এপ্রিল ‘এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের লিংক খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, বিগত এক সপ্তাহে সৌদি আরবে ২০ হাজার ৬৮৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। যার মধ্যে রয়েছে- আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। এসব তথ্যের সূত্র হিসেবে প্রতিবেদনটিতে সৌদি প্রেস এজেন্সি ও আরব নিউজের কথা উল্লেখ করা হয়েছে৷ তবে, প্রতিবেদনটিতে সৌদি আরবের যুবরাজের ছবিকে কটাক্ষ করার জেরে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি গ্রেফতার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
চ্যানেল২৪ এ বিষয়ে সূত্র হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজের নাম। গণমাধ্যমটির গত ১৯ এপ্রিল ‘Kingdom arrests 20,688 illegals in one week’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়।
পরবর্তীতে, এ বিষয়ে সৌদি প্রেস এজেন্সির ওয়েবসাইটে গত ১৯ এপ্রিল ‘20,668 Violators of Residence, Labor, Border Security Laws Apprehended in a Week’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০-১৬ এপ্রিলের মধ্যে আবাসিক, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করার জন্য পরিদর্শন অভিযান পরিচালনা করেছে।
পরিদর্শনের ফলাফল হিসেবে দেশজুড়ে ২০,৬৮৮টি ভায়োলেশন রেকর্ড করা হয়েছে। এর মধ্যে আবাসিক ১২,৩৭২টি, সীমান্ত নিরাপত্তা ৪,৭৫০টি এবং শ্রম আইন ৩,৫৬৬টি। এরা কোন দেশের নাগরিক তা বলা হয়নি এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে।
তবে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করেছে এমন ১,২৬৪ জনকে পাওয়া গেছে, যাদের মধ্যে ৩৬ শতাংশ ইয়েমেনি, ৬১ শতাংশ ইথিওপিয়ান এবং ০৩ শতাংশ অন্যান্য দেশের।
শুধু এই অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশের নাম উল্লেখ পাওয়া যাচ্ছে, যেখানে বাংলাদেশের বিষয়ে কোনো তথ্য নেই৷
এমনকি যে অপরাধগুলোর বিষয়ে এই প্রেস রিলিজে বলা হয়েছে তাতে বাংলাদেশে সৌদি যুবরাজের ছবি সম্বলিত পোস্টারের ঘটনা সম্পর্কিত কোনো অপরাধের বিষয়ে উল্লেখ নেই।
অর্থাৎ, চ্যানেল২৪ এর আলোচিত পোস্টের ‘প্রবাসী’ শব্দ দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এই ভেবে যে, গ্রেপ্তারকৃত সকলেই বাংলাদেশি। কিন্তু ঘটনা ভিন্ন।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে চ্যানেল২৪ ছাড়াও দেশের একাধিক সংবাদমাধ্যমেও একই শিরোনামে (শুধু প্রবাসী উল্লেখ) সংবাদ প্রকাশ করেছে যা থেকেও একইভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমন কিছু সংবাদ দেখুন- জনকণ্ঠ, কালবেলা, ইত্তেফাক।
সুতরাং, সৌদি আরবের অভ্যন্তরীণ বিভিন্ন আইনে অবৈধ প্রবাসী গ্রেফতারের ঘটনাকে বাংলাদেশে সৌদি আরবের যুবরাজের ছবিকে কটাক্ষ করার জেরে বাংলাদেশী প্রবাসী গ্রেফতার দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Arab News – Kingdom arrests 20,688 illegals in one week
- Saudi Press Agency – 20,668 Violators of Residence, Labor, Border Security Laws Apprehended in a Week