সম্প্রতি ‘ফিলিস্তিনের বিষয়ে বাংলাদেশের জাতীয় পর্যায়ের জনমত, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা. ডক্টর ইউনুস সংহতি প্রকাশ করেন দেশের নাগরিকদের একটি অনলাইন সার্ভেতে অংশগ্রহণ করার আহ্বান করেন’ শীর্ষক একটি দাবি এবং একটি লিংক সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফিলিস্তিনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে দেশের নাগরিকদের কোনো অনলাইন সার্ভেতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়নি বরং, ড. ইউনূসের নাম ব্যবহার করে ভুয়া এই দাবিটির মাধ্যমে কথিত এই সার্ভে চালানো হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত লিঙ্কটি পর্যবেক্ষণ করলে, উক্ত ওয়েবসাইটে প্রবেশের শুরুতে ‘ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশের জাতীয় পর্যায়ের জনমত’ ও ‘সরকার অনুমোদিত অনলাইন জনমত সংগ্রহ’ শীর্ষক ঘোষণা দেখা যায়। সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে দেশের নাগরিকদের একটি অনলাইন সার্ভেতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। একটু নিচে স্ক্রল করলেই আবেদনের নিয়মাবলী ও একটি ফর্ম পূরণ করে জমা দিতে বলা হয়। ফর্মটিতে আবেদনকারীর কাছে নাম ও বয়স জানতে চাওয়া হয়।

এছাড়া, ভোটিং লিংকের ডোমেইলটি (https://govtofferbd.xyz/votes) পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি কোনো সরকারি ওয়েবসাইট নয়।
ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে দেশের নাগরিকদের কোনো অনলাইন সার্ভেতে অংশগ্রহণ করতে ড. ইউনূস এমন কোনো আহ্বান জানিয়েছেন কিনা সে বিষয়ে অনুসন্ধানে Chief Adviser GOB ফেসবুক পেজ, গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ড. মুহাম্মদ ইউনূস দেশের নাগরিকদের একটি অনলাইন সার্ভেতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Facebook – Chief Adviser GOB