শনিবার, মে 24, 2025

সাম্প্রতিক নয়, কুষ্টিয়ার জেলা কারাগারে গোলাগুলির ঘটনাটি গেল আগস্ট মাসের

সম্প্রতি, কুষ্টিয়ার জেলা কারাগারে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন কয়েদি এসময় কারাগার থেকে পালিয়ে গিয়েছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওগুলোর মধ্যে কোনো কোনোটিতে কারাগারে সন্ত্রাসীদের হামলা করার দাবিও করা হয়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।  

ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।  

ইন্সটাগ্রামে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কুষ্টিয়ার জেলা কারাগারে গোলাগুলির ঘটনাটি সাম্প্রতিক সময়ে নয় বরং এটি গতবছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ আগস্ট কুষ্টিয়ার কারাগার থেকে কয়েদিদের পালিয়ে যাওয়ার সময় গোলাগুলির ঘটনার ভিডিও।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে BD News Official নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৮ আগস্ট কুষ্টিয়া কারাগারে গোলাগুলি, পালিয়ে গেল ৯৯ জন কারাবন্দী আসামি।। BD News Official শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইলেক্ট্রনিক গণমাধ্যম এনটিভি নিউজের ইউটিউব চ্যানেলে গত ৭ আগস্ট কুষ্টিয়া কারাগার থেকে অন্তত অর্ধশতাধিক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ | NTV News শীর্ষক শিরোনামে একই ঘটনায় প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, গতবছরের ৭ আগস্ট কুষ্টিয়ার জেলা কারাগার থেকে অর্ধশতাধিক আসামি পালিয়ে যাওয়া অভিযোগ পাওয়া যায়। 

এছাড়া, ইলেক্ট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজের ওয়েবসাইটে ২০২৪ সালের ৭ আগস্ট রক্ষীদের ওপর হামলা করে কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালিয়েছে কয়েকজন বন্দী শীর্ষক শিরোনামে একই ঘটনায় প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, সেদিন বন্দীরা প্রধান ফটোকের কারারক্ষীকে মারপিট করে তার কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে তালা খুলে একে একে বেরিয়ে যেতে শুরু করে। এ সময় জেলখানার বাইরে থাকা কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়ে তাদের আটকানোর চেষ্টা করে। তবে তার আগেই বেশ কয়েকজন বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়। আলোচিত ভিডিওটিতে মূলত এসময়ের দৃশ্য দেখানো হয়েছে।

সুতরাং, গত বছরের আগস্টে কুষ্টিয়ার জেলা কারাগারে গোলাগুলি ও আসামি পালিয়ে যাওয়ার ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img