বৃহস্পতিবার, মে 22, 2025

হাসনাত আবদুল্লাহর বাংলাদেশি আকিজ গ্রুপের পানীয় পানের দৃশ্যকে ইসরায়েলি পণ্য পানের দৃশ্য দাবিতে প্রচার

গত ১২ এপ্রিল ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ জানাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। উক্ত কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহও অংশগ্রহণ করেছেন। সম্প্রতি উক্ত কর্মসূচির একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে যেখানে হাসনাত আবদুল্লাহকে কোনো এক পানীয় পান করতে দেখা যাচ্ছে। হাসনাত আবদুল্লাহর পানীয় পানের উক্ত দৃশ্য ফেসবুকে প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, “লুকিয়ে ইসরায়েলি পণ্য খাচ্ছে | ওরে চিটার..!” অর্থাৎ, দাবি করা হয়েছে যে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যে হাসনাত আবদুল্লাহ ইসরায়েলি পণ্য বা পানীয় পান করছেন।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলো সম্মিলিতভাবে প্রায় ৩০ লক্ষ বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসনাত আবদুল্লাহর পানীয় পানের আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যে হাসনাত আবদুল্লাহ ইসরায়েলি পণ্য পান করেননি বরং, বাংলাদেশি কোম্পানি আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ইলেকট্রোলাইট পানীয় ‘টার্বো’ পান করার দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘আইনিউজবিডি‘ ও ‘ডেইলি মূলধারা‘ নামে দুইটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে যথাক্রমে “মার্চ ফর গা জা য় হঠাৎ অসুস্থ হয়ে মেডিকেল ক্যাম্পে হাসনাত আবদুল্লাহ দেখুন” ও “অসুস্থ হয়ে মেডিকেল ক্যাম্পে হাসনাত আবদুল্লাহ” শীর্ষক শিরোনামে ভিন্ন কোণ থেকে ধারণকৃত হাসনাত আবদুল্লাহ ও তার সামনে থাকা টেবিলের দুইটি ভিডিও গত ১২ এপ্রিলে প্রকাশ হতে দেখা যায়।

উল্লিখিত ভিডিওগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় হাসনাত আবদুল্লাহর সামনে ‘টার্বো’ নামের একটি পানীয় এর বোতল রাখা আছে যার রঙ ও ডিজাইনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত হাসনাত আবদুল্লাহর হাতে থাকা পানীয় এর বোতলের সাদৃশ্য রয়েছে।

এরই সূত্র ধরে অনুসন্ধান করলে মূলধারার গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ওয়েবসাইটে “অনুমোদনহীন ইলেক্ট্রোলাইট পানীয় বিক্রির অভিযোগে ৭ কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা” শীর্ষক শিরোনামে ২০২৪ সালের ১৪ মে তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়৷ উক্ত প্রতিবেদনে আলোচিত টার্বোর ছবির সংযুক্তি পাওয়া যায় এবং প্রতিবেদনের এক পর্যায়ে বলা হয়, “আকিজ-এর টার্বো”। ২০২৪ সালে মূলধারার গণমাধ্যম বিবিসি বাংলায় প্রকাশিত অপর আরেকটি প্রতিবেদনেও আলোচিত পানীয় টার্বো’র ছবির সংযুক্তি পাওয়া যায় এবং এক পর্যায়ে “আকিজের টারবো” বলে উল্লেখ করা হয়।

এছাড়াও, ‘আমাদের বাজার’ নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্মের ওয়েবসাইটেও আলোচিত টার্বো ইলেক্ট্রোলাইট পানীয় পণ্যটির সংযুক্তি পাওয়া যায়। ওয়েবসাইটটিতে পণ্যের বর্ণনায় কোম্পানির নাম হিসেবে ‘আকিজ ফুড অ্যান্ড বেভারেজের’ উল্লেখ পাওয়া যায়।

উল্লেখ্য যে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশি কোম্পানি আকিজ গ্রুপের একটি অংশ।

সুতরাং, হাসনাত আবদুল্লাহর বাংলাদেশি কোম্পানি আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ইলেকট্রোলাইট পানীয় ‘টার্বো’ পানের দৃশ্যকে ইসরায়েলি পণ্য পানের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img