সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে নামাজের মধ্য থেকে এক ব্যক্তি ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে কিছু একটা ইঙ্গিত/নির্দেশনা দিচ্ছেন। উক্ত ভিডিওটি প্রচার করে দাবি করা হয়েছে, “খুলনা মহানগর বিএনপির সভাপতি নামাজে দাঁড়িয়ে চোখের ইশারায় আরেকজনকে বলতেছে ভিডিও কর। সামনে নির্বাচন জনগণ দেখুক আমি নামাজ পড়তেছি.”। এছাড়াও, কোনো নির্দিষ্ট পদের উল্লেখ ছাড়াও কেবলমাত্র বিএনপি নেতার ভিডিও দাবিতেও আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি এরূপ দাবিতে ফেসবুকে সবচেয়ে ভাইরাল পোস্টটি ১৪ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ১৪ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিএনপির কোনো নেতার নামাজ আদায়ের দৃশ্যের নয় বরং, ভারতের আসামের ধুবরি থেকে লোকসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করা ভারতীয় রাজনীতিবিদ রকিবুল হুছেইনের নামাজ আদায়ের দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতের আসাম ভিত্তিক সংবাদমাধ্যম ‘প্রতিবিম্ব লাইভ’ এর ফেসবুক পেজে গত ২৫ মার্চে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়।

উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটি সম্পর্কে ক্যাপশনে বলা হয়, “ক্যামেরার সামনে ধৰ্ম। ধুবরি এর এমপি রকিবুল হুসেইন এর নামাজের বিশেষ দৃশ্য ভাইরাল” (অনূদিত)
এছাড়াও, উক্ত ভিডিওটি আসাম ভিত্তিক সংবাদমাধ্যম এএন নিউজ ও টাইম টিভি আসামের ফেসবুক পেজেও ভারতীয় সাংসদ রকিবুল হুছেইনের নামাজ পড়ার দৃশ্য দাবিতে প্রচারিত হতে দেখা যায়।

পাশাপাশি, প্রচারিত ভিডিওটির সাথে ভারতের আসামের ধুবরির লোকসভার সাংসদ রকিবুল হুছেইনের মুখমণ্ডলের তুলনা করলেও সাদৃশ্য পাওয়া যায়, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি ভারতীয় রাজনীতিবিদ রকিবুল হুছেইনের নামাজ আদায়ের দৃশ্য।
সুতরাং, ভারতীয় রাজনীতিবিদ রকিবুল হুছেইনের নামাজ আদায়ের দৃশ্যকে বিএনপি নেতার নামাজ আদায়ের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Pratibimba Live – Facebook Post
- AN News – Facebook Post
- Time TV Assam – Facebook Post
- Rakibul Hussain – Facebook Post
হালনাগাদ/ Update
৮ এপ্রিল, ২০২৫ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে একইরকম দাবি সম্বলিত থ্রেড পোস্ট আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত পোস্ট প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।