শুক্রবার, মে 23, 2025

লক্ষ্মীপুরে গ্যাস বিস্ফোরণে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে সাম্প্রদায়িক ঘটনা দাবিতে প্রচার

গত ১৭ মার্চ লক্ষ্মীপুর জেলার কুশাখালি ইউনিয়নে ইসলামপন্থীরা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ করে দাবিতে এক্সে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ ভিডিও প্রচার করা হয়, লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নে জামাত-বিএনপির সদস্যরা কিছুক্ষণ আগে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে শীর্ষক দাবি প্রচার করা হয়েছে।

এক্সে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লক্ষ্মীপুর জেলার কুশাখালি ইউনিয়নে ইসলামপন্থীরা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ করার দৃশ্য শীর্ষক দাবিটি সঠিক নয় এবং এই ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতাও নেই বরং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এই ঘটনাকে সাম্প্রদায়িক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে। 

এই বিষয়ে অনুসন্ধানে ‘লক্ষ্মীপুর ব্রেকিং নিউজ’ নামক ফেসবুক পেজে গত ১৮ মার্চ প্রকাশিত একই ঘটনার একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner

ভিডিওটি থেকে জানা যায়, গত ১৭ মার্চ রাতে লক্ষীপুরের সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের পূর্ব কল্যাণপুর জনতা কলেজ সংলগ্ন ঠাকুর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ভিডিওটিতে ভয়েসওভারে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ওই বাড়ির দ্রিজেন্দনাল আচার্যের রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে পার্শ্ববর্তী দুলাল আচার্য, পুরবী রানী পাল, সুরেশ চন্দ্র পালের বসত ঘর পুড়ে যায়। দুলাল আচার্যের ঘরে থাকা প্রতিবন্ধী ছেলে রনি আচার্য বের করতে দেরি হওয়ায় সে অগ্নিদগ্ধ হয়। 

এই তথ্যের সূত্রে স্থানীয় গণমাধ্যম লক্ষ্মীপুরটোয়েন্টিফোর এর ওয়েবসাইটে গত ১৭ মার্চ প্রকাশিত ‘লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই বাড়ির ৪টি ঘর পুড়ে ছাই; অগ্নিদগ্ধ প্রতিবন্ধী যুবক’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১৭ মার্চ লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নের ঠাকুরবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি বসতঘর ও দুটি রান্নাঘর পুড়ে গেছে। এ ঘটনায় রনি আচার্য নামে এক প্রতিবন্ধী যুবক দগ্ধ হয়েছেন, তার শরীরের ৭০-৮০ শতাংশ পুড়ে গেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতিবেদনটিতে স্থানীয়দের বরাতে জানানো হয়, ওই বাড়ির দ্রিজেন্দনাল আচার্যের রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পার্শ্ববর্তী দুলাল আচার্য, পুরবী রানী পাল, সুরেশ চন্দ্র পালের ঘর পুড়ে যায়। এসময় দুলাল আচার্যের ঘরে থাকা প্রতিবন্ধী ছেলে রনি আচার্য বের করতে দেরি হওয়া সে অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর পরে নোয়াখালী হয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠায়।

লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যার সাথে সাথে রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুটি বসত ঘর ও দুটি রান্নাঘর পুরো পুড়ে যায় এবং একজন প্রতিবন্ধী যুবক আহত হন।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, লক্ষ্মীপুর ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, দেড়ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। চারটি ঘর পুড়ে গেছে। এরমধ্যে দুটি বসতঘর ও দুটি রান্নাঘর। প্রাথমিকভাবে ১২ লাখ টাকার ক্ষতি নিরূপণ করা হয়েছে।

এছাড়াও, ঢাকা মেইলদৈনিক ইনকিলাব এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফলে আগুন লাগে।

অর্থাৎ, লক্ষ্মীপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে সংখ্যালগু সম্প্রদায়ের বাড়িতে আগুন লাগার ঘটনায় ইসলামপন্থী কিংবা জামাত-বিএনপির সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, লক্ষ্মীপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগার ঘটনাকে ইন্টারনেটে সাম্প্রদায়িক ইস্যু এবং  জামাত-বিএনপি অগ্নিসংযোগ করেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img