সম্প্রতি, খাগড়াছড়িতে হিন্দু গৃহবধূকে ধর্ষণচেষ্টার দায়ে আব্দুর রহমান নামের একজন মুসলিম ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এক্স-এ প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, খাগড়াছড়িতে হিন্দু গৃহবধুকে ধর্ষণ চেষ্টার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, আব্দুর রহমান নামের ওই ব্যক্তিকে প্রতিবেশী মুসলিম গৃহবধূকে যৌন নিপীড়নের কারণে গ্রেফতার করা হয়েছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক আজকের পত্রিকার ওয়েবসাইটে গত ১২ মার্চ দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১১ মার্চ দীঘিনালা উপজেলার কবাখালীর উত্তর মিলনপুর এলাকা থেকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুর রহমান নামের একজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও প্রতিবেদনটি থেকে জানা যায়, আব্দুর রহমান উক্ত নারীর সঙ্গে অশালীন আচরণ করায় তিনি অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তবে উক্ত প্রতিবেদনের কোথাও ভুক্তভোগীর ধর্মীয় পরিচয় উল্লেখ করা হয়নি।
এ ঘটনায় অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও ভুক্তভোগীর ধর্মীয় পরিচয়ের উল্লেখ পাওয়া যায়নি। (বাংলাভিশন, সময় নিউজ, বাংলা ট্রিবিউন)
পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানতে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, ঘটনাটি যার সাথে ঘটে তিনি হিন্দু নন; মুসলিম। আর ধর্ষণ চেষ্টা নয়। এটাকে যৌন নিপীড়ন বলা যেতে পারে। বাড়িতে কেউ না থাকায় অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর ঘরে ঢুকে স্পর্শ করেন। এ সময় সে চিৎকার করলে সবাই ছুটে আসে। পরবর্তীতে অভিযুক্তকে আটক করে থানায় দেওয়া হয়।
সুতরাং, খাগড়াছড়িতে হিন্দু গৃহবধূকে ধর্ষণচেষ্টার দায়ে মুসলিম ব্যক্তিকে গ্রেফতার শীর্ষক দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Ajker Patrika Website: দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
- Statement of MD. Zakariya, OC, Dighinala Thana