শুক্রবার, মে 23, 2025

ময়মনসিংহে বিএনপির দুই পক্ষের মধ্যকার উত্তেজনার ঘটনাকে সাম্প্রদায়িক দাবিতে প্রচার

সম্প্রতি, ‘This is today’s Bangladesh under the captivity of Muhammad Yunus and his Islamist-jihadist cronies. The country is gradually heading towards a Caliphate.’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

অর্থাৎ, দাবি করা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার ইসলামপন্থী-জিহাদি দোসরদের বন্দীত্বে এই হলো আজকের বাংলাদেশের চিত্র, দেশটি ধীরে ধীরে খিলাফতের দিকে এগিয়ে যাচ্ছে।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটির সাথে ধর্মীয় উগ্রপন্থার কোনো সংযোগ নেই বরং, ময়মনসিংহের নান্দাইলে বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ‘Fahad Ahmed Khan Jcd’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ১ মার্চ প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে থাকা পাঁচটি ভিডিওর মধ্যে একটি ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

পোস্টের ক্যাপশনে বলা হয়, এটি ময়মনসিংহের নান্দাইলে বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে নিজের মধ্যে সৃষ্ট ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির ঘটনার।

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক ইনকিলাব এর ওয়েবসাইটে গত ২ মার্চ প্রকাশিত ‘নান্দাইলে সংবর্ধনা নিতে এসে তোপের মুখে এলাকা ছাড়লেন বিএনপি নেতা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, নান্দাইলে সংবর্ধনা নিতে এসে স্থানীয় নেতাকর্মীদের তোপের মুখে এলাকা ছেড়েছেন উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। শনিবার (১ মার্চ) সকালে নান্দাইলের নিজ বাড়ির সামনে বহিরাগত এনে অস্ত্রের মহড়া দেন তিনি। এসময় স্থানীয় এলাকাবাসী ও পদবঞ্চিত বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। পরে পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় নান্দাইল ত্যাগ করেন তিনি।

জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি ইয়াসের খান চৌধুরীকে আহ্বায়ক ও এনামুল কাদিরকে সদস্য সচিব করে নান্দাইল উপজেলা বিএনপির ১১২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এছাড়া সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুলকে আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর রফিকুজ্জামান মনিরকে সদস্য সচিব করে নান্দাইল পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। পরদিন থেকেই শুরু হয় লাগাতার আন্দোলন। ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল নেতাকর্মীরা। কমিটি ঘোষণার ১৮ দিন পার হলেও নেতাকর্মীদের ক্ষোভ প্রশমিত হয়নি। কমিটি বাতিলের দাবিতে লাগাতার প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। আন্দোলনের মুখে উপজেলায় আনন্দ মিছিল কিংবা যৌথসভা করতে পারেননি নতুন কমিটির নেতারা।

এছাড়া এই ঘটনায় কালবেলার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

সুতরাং, ময়মনসিংহের নান্দাইলে বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির  ভিডিওকে দেশে ইসলামিক উগ্রপন্থার উত্থান দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img