অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসজুড়ে হরতালসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। গত ২৮ জানুয়ারি দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে বিবিসি বাংলার লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “আওয়ামী লীগ কর্মসূচি দিতেই পারে। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। কোনো দলের রাজনৈতিক অধিকার হরণের পক্ষে নই।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আওয়ামী লীগ কর্মসূচি দিতেই পারে’ শীর্ষক কোনো মন্তব্য মির্জা ফখরুল ইসলাম করেননি, এবং বিবিসি বাংলাও এ বিষয়ে কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, ডিজিটাল কারসাজির মাধ্যমে বিবিসি বাংলার লোগো ব্যবহার করে আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
আলোচিত ফটোকার্ডটির সত্যতা যাচাইয়ে ২৮ জানুয়ারি থেকে বিবিসি বাংলার ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করা হয়। তবে সেখানে এমন কোনো ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি, বিবিসি বাংলার ওয়েবসাইটসহ অন্যান্য নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণেও বেশ কয়েকটি অসংগতি ধরা পড়েছে। সাধারণত সংবাদমাধ্যমের ফটোকার্ড সংক্ষিপ্ত হয়, যেখানে এক বা দুই লাইনের মধ্যে মূল বক্তব্য তুলে ধরা হয়। কিন্তু আলোচিত ফটোকার্ডটি তিন লাইনের, যা প্রচলিত কাঠামোর ব্যতিক্রম। এছাড়া, এতে অপ্রয়োজনীয় ও অসংগতিপূর্ণ বিরাম চিহ্নের ব্যবহার লক্ষ্য করা গেছে,যা মূলধারার গণমাধ্যমের প্রকাশনাশৈলীর সঙ্গে সংগতিপূর্ণ নয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ধরনের মন্তব্য করেছেন কিনা তা নিশ্চিত করতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরও বলেন, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার মাত্র, এবং এ ধরনের গুজব রোধে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সুতরাং, আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে মির্জা ফখরুল ইসলামের নামে প্রচারিত এই মন্তব্যটি মিথ্যা, এবং বিবিসি বাংলার নামে প্রচারিত আলোচিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।
তথ্যসূত্র
- BBC Bangla: Facebook page
- BBC Bangla: Website.
- Rumor Scanner’s analysis.
- Statement from Sayrul Kabir Khan.