সম্প্রতি, হিন্দু ব্যক্তি গো-মূত্রে গোসল করছে দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, গো-মূত্রে এক ব্যক্তি গোসল করছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওতে হিন্দু ব্যক্তি গো-মূত্রে গোসল করছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, দক্ষিণ সুদানের মুন্দারি উপজাতির এক ব্যক্তির গো-মূত্রে গোসল করার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ২০২৩ সালের ০৫ জুলাই ‘UR World’ নামক ইউটিউব চ্যানেলে ‘The Mundari tribe is made up mostly of cattle breeders and fierce warriors.’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ভিডিওটি থেকে জানা যায়, ভিডিওতে গো-মূত্রে গোসল করা ব্যক্তি মুন্দারি উপজাতির।
এছাড়াও, অনলাইন ভিডিও নিউজ কমিউনিটি এবং মার্কেটপ্লেস ‘Newsflare’ এর ওয়েবসাইটে প্রকাশিত একই ভিডিওর ক্যাপশন থেকেও জানা যায়, এটি মুন্দারি উপজাতির।
পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে ‘africanvibes’ নামক ইনস্টগ্রাম অ্যকাউন্টে প্রচারিত একই ভিডিও থেকে জানা যায়, ভিডিওটি দক্ষিণ সুদানের মুন্দারি উপজাতির । মুন্দারি সম্প্রদায়ে গরুর প্রস্রাব দিয়ে চুল ধোয়া একটি গভীর সাংস্কৃতিক প্রথা। তাদের বিশ্বাস, এই প্রস্রাব তাদের চুলকে এক বিশেষ রঙ দেয়, যা তাদের নারীদের অত্যন্ত আকর্ষণ করে। এই রীতি তাদের পুরুষদের প্রতি নারীদের আকর্ষণ বাড়ায়।

মুন্দারিন উপজাতি সম্পর্কে জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় দুই সংবাদমাধ্যম NEWS18 ও Indiatimes এর প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ সুদানের মুন্দারি জনগোষ্ঠী তাদের গরুদের প্রতি অসাধারণ ভক্তি ও আনুগত্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। সাধারণত ভারতকে গরু পূজার দেশ হিসেবে চিহ্নিত করা হলেও, মুন্দারিরা তাদের গরুদের প্রতি এমন এক গভীর সম্পর্ক গড়ে তুলেছে যা অনন্য। তারা মূলত ‘আনখল-ওয়াতুসি’ গরু লালন পালন করে থাকেন। এই উপজাতির মানুষ গোমূত্র স্নান ও গোবরকে সানস্ক্রিন হিসেবে ব্যবহার করে।
তাছাড়া, ‘Discovery UK’ ইউটিউব চ্যানেলে আপলোডকৃত তথ্যচিত্র থেকেও প্রায় একই তথ্য জানা যায়।
সুতরাং, দক্ষিণ সুদানের মুন্দারি জনগোষ্ঠীর ব্যক্তির গো-মূত্র দিয়ে গোসল করার ভিডিওকে হিন্দু ব্যক্তি গো-মূত্রে গোসল করছে দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- UR World: The Mundari tribe is made up mostly of cattle breeders and fierce warriors
- Newsflare: Cow urine is used as a shower by the Mundari tribe!
- Africanvibes: Instagram Video
- NEWS18: This Tribe In South Sudan Bathes In Cow Urine And Uses Dung As Sunscreen
- Indiatimes: Cow Urine To Bathe & Cow Dung As Sunscreen: This Tribe Loves Their Cows, Prized Upto Rs 41,000 Each
- Discovery UK: Mundari Tribe Use Cow Urine To Dye Levison Wood’s Hair | Levison Wood Walking The Nile