কথিত সমন্বয়ক গ্রেফতার দাবিতে শামীম আহমেদ অভিনীত নাটকের দৃশ্য প্রচার

সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথিত সমন্বয়ককে পুলিশ গ্রেফতার করেছে দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ককে গ্রেফতারের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসার, সাদিয়া আয়মান এবং শামীম আহমেদ অভিনীত ‘মন জড়াবো তোরই ঘরে’ নাটকের শুটিংয়ের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ছোটপর্দার অভিনেতা শামীম আহমেদ এর ফেসবুক পেজে গত ২৯ এপ্রিল প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner.

পোস্টটি পর্যালোচনা করে দেখা যায়, এতে ব্যবহৃত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল রয়েছে। পোস্টটির শিরোনামের ‘(বিস্তারিত কমেন্টে)’ লেখাটির সূত্রে মন্তব্যের ঘর অনুসন্ধান করে ‘Peacock Entertainment’ এর ইউটিউব চ্যানেলে গত ২৯ এপ্রিল প্রকাশিত ‘মন জড়াবো তোরই ঘরে’ শীর্ষক নাটকের সন্ধান পাওয়া যায়।

Comparison: Rumor Scanner.

নাটকটি পর্যালোচনা করে দেখা যায়, এটির ১ ঘণ্টা ২ মিনিটে পুলিশের হাতে কয়েকজনকে আটক অবস্থায় দেখা যায়। যাদের দুজনের সাথে আলোচিত ছবির আটককৃত ব্যক্তিদের চেহারা এবং পোশাকের হুবহু মিল রয়েছে। এছাড়াও উক্ত নাটক এবং আলোচিত ছবির পুলিশ সদস্যদেরও চেহারার হুবহু মিল রয়েছে। কিন্তু পুরো নাটকের কোথাও আলোচিত ছবিটির সাথে সাদৃশ্য রয়েছে এমন ফ্রেম খুঁজে পাওয়া যায়নি। যা থেকে এটি বোঝা যায় যে, আলোচিত ছবিটি নাটকের কোনো দৃশ্যের নয় বরং শুটিংয়ের সময় ধারণ করা। এছাড়াও পরবর্তীতে পুরো নাটকটি পর্যালোচনার মাধ্যমে জানা যায়, নাটকে দেখানো আটককৃত নীল রঙের শার্ট পরিহিতি ব্যক্তি অভিনেতা শামীম আহমেদ। 

সুতরাং, ‘মন জড়াবো তোরই ঘরে’ নামের একটি নাটকের শুটিংয়ের দৃশ্যকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথিত সমন্বয়ককে পুলিশ গ্রেফতার করেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img