শনিবার, মে 24, 2025

সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মন্তব্যের খন্ডিত অংশ প্রচার করে ভুয়া দাবি

সম্প্রতি, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভয়ে আমি রাতে ঘুমাতে পারিনা এবং আমাকে ঠকিয়ে আসিফ-নাহিদ মন্ত্রী হয়েছে এবং সার্জিস-হাসানাত কোটিপতি হয়েছেন শীর্ষক মন্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভয়ে আমি রাতে ঘুমাতে পারিনা এবং আমাকে ঠকিয়ে আসিফ-নাহিদ-সার্জিস-হাসানাত কোটিপতি হয়েছেন শীর্ষক মন্তব্যগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ করেননি বরং, এনটিভির একটি অনুষ্ঠানে আব্দুল হান্নান মাসুদের একটি বক্তব্যের অংশবিশেষ বিভ্রান্তিকরভাবে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে ‘NTV Shows’ ইউটিউব চ্যানেলে গত ৬ নভেম্বর ‘সংলাপ প্রতিদিন | রাজনীতি ও সমসাময়িক প্রসঙ্গ | EP 65 | Talk Show | Songlap Protidin | NTV Shows’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। অনুষ্ঠানটিতে ফখরুল আলম কাঞ্চনের সঞ্চালনায় আলোচক হিসেবে ছিলেন কুষ্টিয়া (ইবি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মতিনুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ। 

ভিডিওর ৩৬ মিনিট সময় থেকে হান্নানকে উক্ত মন্তব্য করতে দেখা যায়।

Comparison: Rumor Scanner 

দেশের বর্তমান পরিস্থিতি বোঝাতে আব্দুল হান্নান মাসুদ বলেন, “এই দেশের মানুষের কপাল এতোই পোড়া যে ভারতের ভয়ে আর হচ্ছে আমেরিকার ভয়ে এই দেশের কিছুই হবেনা, আমি (উদাহারণ) এটা করলে ভারত আমাকে ছাড়বেনা…. এই রকমভাবে মূলত আমাদের দেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।” 

হান্নানের এই বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, জুলাই হত্যাকান্ডের পরেও একটি গোষ্ঠীর আওয়ামী লীগকে পূর্নবাসন করা এবং দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজিসহ নানা প্রসঙ্গ টেনে এনে রাষ্ট্র পুনর্ঘটনের জায়গা থেকে সরে গিয়ে নিজ স্বার্থ হাসিল এবং শহীদদের সাথে প্রতারণা প্রসঙ্গে এই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বোঝাতে উক্ত মন্তব্য করেন সমন্বয়ক হান্নান।

তবে পুরো ভিডিওটি পর্যবেক্ষণ করে, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আর ভারতের প্রধানমন্ত্রী মোদির ভয়ে আমি রাতে ঘুমাতে পারিনা এবং আমাকে ঠকিয়ে আসিফ-নাহিদ মন্ত্রী হয়েছে এবং সারজিস-হাসনাত কোটিপতি হয়েছেন শীর্ষক মন্তব্যগুলো আব্দুল হান্নান মাসুদ করেছেন বলে প্রমাণ পাওয়া যায়নি। 

সুতরাং, সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের বক্তব্যের খন্ডিত অংশ প্রচার করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img