শুক্রবার, মে 23, 2025

তামিম নয়, আমার সাফল্যের নেপথ্যে এবি ডি ভিলিয়ার্স শীর্ষক কোনো মন্তব্য করেনি ইয়াসির

সম্প্রতি, “তামিম নয় আমার সাফল্যের নেপথ্যে থাকা ব্যক্তির নাম এবি ডি ভিলিয়ার্সঃ ইয়াসির আলি রাব্বি” শীর্ষক শিরোনামে একটি সংবাদ একাধিক ভুঁইফোড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ক্রিকেটার ইয়াসির আলি তার সাফল্যের নেপথ্যে থাকা ব্যক্তি তামিম নন এরকম কোনো বক্তব্য দেননি বরং নিজের সাম্প্রতিক সাফল্য নিয়ে তার গণমাধ্যমে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামকে আংশিক বিকৃত করে উক্ত সংবাদটি একাধিক ভূঁইফোড় পোর্টালে প্রকাশ করা হয়েছে।

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় অনলাইন সংবাদমাধ্যম ‘jagonews24’ এর অনলাইন সংস্করণে গত ১৯ মার্চে “ইয়াসিরের সাফল্যের নেপথ্যে সাকিব-ডি ভিলিয়ার্স” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from Jagonews24 website

এছাড়া, দেশীয় সংবাদমাধ্যম ‘RTVNews’ এর অনলাইন সংস্করণে গত ২১ মার্চে “ডি ভিলিয়ার্সের কথা স্পেশালি আমার কাজে লেগেছে” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

তামিম
Screenshot from RTV website

মূলত, গত ১৮ মার্চে দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাঠে নামার পূর্বে জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গোর আমন্ত্রণে টাইগারদের ড্রেসিং রুমে এসেছিলেন এবি ডি ভিলিয়ার্স। সেখানে তিনি প্রায় ৫০ মিনিট কথা বলেছিলেন বাংলাদেশের ক্রিকেটারদের সাথে। সেই দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ী হয় বাংলাদেশ এবং ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক করেন ইয়াসির রাব্বি। পরবর্তীতে, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইয়াসির আলি রাব্বি জানান, ডি ভিলিয়ার্সের কথা তার জন্য বিশেষ ভাবে কাজে লেগেছে। পাশাপাশি, মাঠে নামার পর তার সতীর্থ সাকিবের কথায়ও অনুপ্রাণিত হয়েছিলেন তিনি।

ইয়াসিরের উক্ত বক্তব্য নিয়ে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের বিস্তারিত প্রতিবেদন হুবহু কপি করে শুধুমাত্র শিরোনাম পরিবর্তন করে কিছু ভূঁইফোড় অনলাইন পোর্টালে “তামিম নয় আমার সাফল্যের নেপথ্যে থাকা ব্যক্তি এবি ডি ভিলিয়ার্স” শীর্ষক বিভ্রান্তিকর দাবিতে ইয়াসির আলি রাব্বির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে।

Also Read: খেলোয়াড় মোসাদ্দেকের স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনাটি প্রায় চার বছর পুরোনো

সুতরাং, অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামকে আংশিক বিকৃত করে ‘ইয়াসিরের সাফল্যের নেপথ্যে এবি ডি ভিলিয়ার্স, তামিম নয়’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ একাধিক ভূঁইফোড় অনলাইন পোর্টালের বদৌলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: তামিম নয় আমার সাফল্যের নেপথ্যে থাকা ব্যক্তির নাম এবি ডি ভিলিয়ার্সঃ ইয়াসির আলি রাব্বি
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. ইয়াসিরের সাফল্যের নেপথ্যে সাকিব-ডি ভিলিয়ার্স
  2. ‘ডি ভিলিয়ার্সের কথা স্পেশালি আমার কাজে লেগেছে’
  3. ডি ভিলিয়ার্সের পরামর্শ কাজে লেগেছে ইয়াসিরের
  4. Bdcrictime Videos: https://fb.watch/bT-YXuDfSM/

আরও পড়ুন

spot_img