ভারতীয় অভিনেত্রী মৃণাল ঠাকুরের বিকিনি পরা ছবিগুলো সম্পাদিত

সম্প্রতি ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর বিকিনি পরা অবস্থার ছবি দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মৃণাল ঠাকুরের এই ছবিগুলো বাস্তব নয় বরং প্রযুক্তির মাধ্যমে ভিন্ন ব্যক্তির দেহে তার মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো বানানো হয়েছে।

ছবিটির বিষয়ে অনুসন্ধানে দেখা গেছে, গত ৫ অক্টোবর ভারতীয় ফটোগ্রাফার সৌরিশ মুখার্জির এক্স অ্যাকাউন্টে ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা বাসকের তোলা কিছু ছবি প্রকাশ করেন। ভাইরাল ছবিগুলো মূলত তার তোলা ছবির বিকৃত সংস্করণ। উভয় ছবির পোশাক, ব্যাকগ্রাউন্ডসহ অন্যান্য উপাদানের মধ্যে মিল থাকলেও, ভাইরাল ছবিটিতে মূল ছবির ঋতুপর্ণা বাসকের মুখমণ্ডলের স্থানে মৃণাল ঠাকুরের মুখমণ্ডল বসানো হয়েছে।

Image Comparison: Rumor Scanner

ঋতুপর্ণা বাসকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও গত ৫ অক্টোবর প্রকাশিত একই ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

ছবিগুলো বিকৃতির জন্য ফেস সোয়াপিং (Face Swapping) নামে পরিচিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে একজন ব্যক্তির মুখমণ্ডল অন্য কারও শরীরের সঙ্গে প্রতিস্থাপন করা সম্ভব হয়। এটি এতটাই সূক্ষ্মভাবে করা যায় যে সাধারণ মানুষের পক্ষে আসল এবং বিকৃত ছবির মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বর্তমানে বিভিন্ন অ্যাপ এবং সফটওয়্যারের সাহায্যে খুব সহজেই এমন ভুয়া ছবি তৈরি করা সম্ভব।

অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার টিম বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ঋতুপর্ণা বাসকের আসল ছবির ওপর মৃণাল ঠাকুরের মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে বিকৃত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।

সুতরাং, প্রযুক্তির সহায়তায় ঋতুপর্ণা বাসকের ছবিতে মৃণাল ঠাকুরের মুখমণ্ডল বসিয়ে মৃণাল ঠাকুরের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img