হবিগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন “যে শিক্ষা নারীকে ওড়না বিহীন করে দেয় এবং প্রাপ্তবয়স্ক পুরুষকে হাফ প্যান্ট পড়তে শেখায়, সে শিক্ষা কখনো জাতির মেরুদন্ড হতে পারে না” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে টিকটকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্যারিস্টার সুমন নারী ও পুরুষের পোশাক নিয়ে এমন কোনো মন্তব্য করেননি বরং অন্তত ২০১৬ সাল থেকে বিভিন্ন ব্যক্তির নামে প্রচার হয়ে আসা একটি মন্তব্যে সাম্প্রতিক সময়ে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে ব্যারিস্টার সুমনের নাম জুড়ে দিয়ে প্রচার করা হচ্ছে।
আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনুসন্ধান শুরু করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে দেখা যায়, অন্তত ২০১৬ সাল থেকে একই ধরনের মন্তব্য বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির নামে প্রচারিত হয়ে আসছে। ২০১৬ (১,২) সালে প্রাথমিকভাবে প্রচারিত মন্তব্যটি ছিল:
“যে শিক্ষা যুবতিকে ওড়না বিহীন করে দেয়, যুবকের হাতে অস্ত্র তুলে দেয়, বলিউড হলিউডের হিরো-হিরোইনদের অনুসরণ শিখায়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, গণজাগরণ মঞ্চের কর্মী বানায়, পরিমল দত্তের মতো অসংখ্য বদমাইশ বানায়, তাসলিমা নাসরিনের মতো অসংখ্য বেশ্যা বানায়, এবং আব্দুল গাফফারের মতো অসংখ্য নাস্তিক বানায়, সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না বরং এমন শিক্ষাকে জাতির কারাদণ্ড বলা যায়। অতএব, শিক্ষা নয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড।”
২০১৭ সালে (১,২) এই একই মন্তব্য কিছুটা পরিবর্তন করে ইসলামি বক্তা ও হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের নামে প্রচার হতে দেখা যায়।

২০১৭ সালের মন্তব্যটি ছিল:
“যে শিক্ষা যুবতিকে ওড়না বিহীন করে দেয়, যুবকের হাতে অস্ত্র তুলে দেয়, বলিউড হলিউডের হিরো হিরোইনদের অনুসরণ করতে শিখায়, অধিকাংশ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, গণজাগরণ মঞ্চের বিরানি খাওয়ার কর্মী বানায়, ইনু, মেনন, বাদল, মুরগী চোরদের মত কুলাঙ্গার বানায়, পরিমল দত্ত, জাফর ইকবালের মত অসংখ্য বদমাইশ বানায় এবং তাসলিমা নাসরিনের মত অসংখ্য বেশ্যা বানায়, সে শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না! বরং এমন শিক্ষাকে জাতির কারাদণ্ড বলা যায়। অতএব, শিক্ষা নয়, কোরআনি শিক্ষাই জাতির মেরুদণ্ড হওয়া উচিত এবং অবশ্যই কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত, তবেই শান্তি আসবে ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে।”
২০১৮ সালে (১,২) এই মন্তব্যটি সংক্ষিপ্ত আকারে প্রচারিত হতে দেখা যায়:
“যে শিক্ষা ৯০%নারীকে ওড়নাবিহীন বেহায়া করে দিয়েছে! সে শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না! একমাত্র কোরআনী শিক্ষাই জাতির মেরুদণ্ড।”
২০১৮ সালের পর থেকে মন্তব্যটি প্রায় প্রতিবছর (২০১৯,২০২০,২০২১,২০২২,২০২৩) পুরোনো সংস্করণগুলো কপি-পেস্টের মাধ্যমে প্রচার করা হচ্ছিল। কিন্তু এ বছরের মে মাস থেকে মন্তব্যটি কিছুটা পরিবর্তন করে প্রচার করা হয়:
“যে শিক্ষা নারীকে ওড়না বিহীন করে দেয় এবং প্রাপ্তবয়স্ক পুরুষকে হাফ প্যান্ট পরতে শেখায়, সে শিক্ষা কখনো জাতির মেরুদন্ড হতে পারে না।”
গত ২৬ মে ‘Ahsanul Haque Jewel’ নামের একটি ফেসবুক আইডি থেকে পরবর্তীতে এই মন্তব্যটি যুক্ত করে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।

তখনও মন্তব্যটিতে কারো নাম উল্লেখ করা হয়নি। জুন মাসেও একই মন্তব্য কারো নাম উল্লেখ না করেই প্রচারিত হচ্ছিল। পরবর্তীতে এই মন্তব্যটির সাথে ব্যারিস্টার সুমনের নাম জুড়ে দিয়ে প্রচার করা হয়।
অর্থাৎ, অন্তত ২০১৬ সাল থেকে প্রচার হয়ে আসা একটি মন্তব্য কিছুটা পরিবর্তন করে সাম্প্রতিক সময়ে ব্যারিস্টার সুমনের নামে প্রচার করা হচ্ছে।
রিউমর স্ক্যানার টিম ব্যারিস্টার সুমন আদতে এমন কোনো মন্তব্য করেছেন কি-না তা জানতে গুগলে কি-ওয়ার্ড করে। কিন্তু এতে বিশ্বস্ত কোনো সূত্রে ব্যারিস্টার সুমনের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি সম্পর্কে অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে যোগাযোগ করে। তিনি জানান, এগুলো ভুয়া। তিনি এমন কোনো মন্তব্য করেননি।
মূলত, “যে শিক্ষা নারীকে ওড়না বিহীন করে দেয় এবং প্রাপ্তবয়স্ক পুরুষকে হাফ প্যান্ট পড়তে শেখায়, সে শিক্ষা কখনো জাতির মেরুদন্ড হতে পারে না” শীর্ষক একটি মন্তব্য ব্যারিস্টার সুমন করেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তিনি এমন কোনো মন্তব্য করেননি। অন্তত ২০১৬ সাল থেকে প্রায় একই ধরনের একটি মন্তব্য বিভিন্ন ব্যক্তির নামে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ২০১৬ সাল থেকে প্রচার হয়ে আসা ওই মন্তব্যটির কিছুটা পরিবর্তিত সংস্করণ ব্যারিস্টার সুমনের নাম জুড়ে দিয়ে প্রচার করা হচ্ছে। এছাড়া ব্যারিস্টার সুমনও রিউমর স্ক্যানার টিমকে নিশ্চিত করেছেন তিনি এমন মন্তব্য করেননি।
সুতরাং, “যে শিক্ষা নারীকে ওড়না বিহীন করে দেয় এবং প্রাপ্তবয়স্ক পুরুষকে হাফ প্যান্ট পড়তে শেখায়, সে শিক্ষা কখনো জাতির মেরুদন্ড হতে পারে না” শীর্ষক মন্তব্য ব্যারিস্টার সুমন করেছেন দাবিতে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis.
- Statement from Syed Sayedul Haque (Suman).