কলকাতায় তুফান সিনেমার মুক্তিতে টলিউড তারকাদের বাধা দেয়ার গুজব

গত ১৭ জুন ঢালিউড সুপারস্টার খ্যাত অভিনেতা শাকিব খান অভিনীত তুফান সিনেমা দেশব্যাপী মুক্তি পেয়েছে। সিনেমাটি দেখতে দেশ পেরিয়ে দেশের বাইরেও সিনেমা হলগুলোতে ব্যাপক লোক সমাগমের খবর পাওয়া যাচ্ছে। এরই প্রেক্ষিতে, আগামী ৫ জুলাই কলকাতায় তুফান সিনেমা মুক্তির কথা রয়েছে। তুফান সিনেমা নিয়ে এতো মাতামাতির মাঝেই সম্প্রতি টলিউড তারকারা কলকাতায় তুফান সিনেমা মুক্তিতে বাধা দিচ্ছেন দাবিতে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রচারিত ভিডিওতে দাবি করা হয়, তুফান সিনেমা কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেলে টলিউড তারকাদের অভিনীত সিনেমাগুলো হুমকির মুখে পড়বে। তাই তারা কলকাতায় তুফান সিনেমার মুক্তিতে বাধা দিচ্ছেন।

তুফান সিনেমার মুক্তিতে

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ভিডিওটি এই প্রতিবেদন প্রকাশ অবধি প্রায় ২ লক্ষ ৭১ হাজারের বেশি বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কলকাতায় তুফান সিনেমার মুক্তিতে টলিউড অভিনেতাদের বাধা দেয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বরং টলিউড তারকাদের ভিন্ন ঘটনার ইন্টারভিউয়ের পুরোনো ভিডিও ক্লিপ ব্যবহার করে আলোচিত দাবির ভিডিওটি তৈরি করা হয়েছে।  

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে Your Bong Guy নামের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর প্রচারিত অভিনেতা দেব ও প্রসেনজিৎ এর সাক্ষাৎকারের একটি ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে দেব ও প্রসেনজিৎ কলকাতার কনটেন্ট নির্মাতা বং গাইয়ের সাথে বাসে বসে সিনেমা ও ব্যক্তিগত জীবন সম্পর্কে আড্ডা দিতে দেখা যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত প্রচারিত ভিডিওর বেশকিছু অংশ হুবহু মিল পাওয়া যায়। 

পরবর্তীতে, Tollywood Focus Kolkata নামের ইউটিউব চ্যানেলে চলতি বছরের ১৬ জুন প্রচারিত প্রসেনজিৎ ও ঋতুপর্ণার সাক্ষাৎকারের একটি ভিডিও খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। ভিডিওতে নিজেদের অভিনীত ‘অযোগ্য’ সিনেমার প্রিমিয়ারে গিয়ে প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে সাংবাদিকদের সাথে কথা বলতে দেখা যায়। এই ভিডিওর কিছু অংশের সাথেও প্রচারিত ভিডিওর বেশকিছু অংশ হুবহু মিল রয়েছে।

এছাড়া, Tollywood Focus Kolkata নামক ইউটিউব চ্যানেলে চলতি বছরের ৫ জুন অভিনেতা জিত ও অভিনেত্রী রুক্মিণীর একটি সাক্ষাৎকারের ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত সাক্ষাৎকারে জিত ও রুক্মিণী তাদের অভিনীত ‘বুমেরাং’ সিনেমা নিয়ে কথা বলেন। এই সাক্ষাৎকারের ভিডিওর বিভিন্ন অংশের সাথে প্রচারিত ভিডিওর বেশকিছু অংশের মিল পাওয়া যায়।

তাছাড়া, Jeet Exclusive নামের ইউটিউব চ্যানেলে গত ২০ জুন প্রচারিত দেব ও জিৎ ‘অযোগ্য’ সিনেমার প্রিমিয়ারে যাওয়ার একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর কিছু অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর শেষাংশের হুবহু মিলে যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওতে ব্যবহৃত প্রতিটি ক্লিপই ভিন্ন ভিন্ন ঘটনার এবং এসবের সাথে কলকাতায় তুফান সিনেমার মুক্তির সাথে কোনো সম্পর্ক নেই।

Comparison: Rumor Scanner 

এছাড়া, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে তুফান সিনেমা নিয়ে প্রতিনিয়ত সংবাদ প্রচার হলেও আলোচিত দাবি সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, শাকিব খান অভিনীত তুফান সিনেমা গত ১৭ জুন দেশব্যাপী মুক্তির পর থেকে আলোচনায় রয়েছে। দেশ পেরিয়ে দেশের বাইরেও মুক্তি পেয়েছে সিনেমাটি। এরই ধারাবাহিকতায় আগামী ৫ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহগুলোতে তুফান সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই প্রেক্ষিতে, টলিউড অভিনেতারা কলকাতায় তুফান সিনেমা মুক্তিতে বাধা দেয়ার দাবিতে একটি ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, দাবির সত্যতা মেলেনি। কলকাতায় তুফান সিনেমার মুক্তিতে কলকাতার তারকাদের বাধা দেয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে টলিউড তারকাদের পুরোনো বিভিন্ন ঘটনার ইন্টারভিউের ভিডিও ক্লিপ যুক্ত করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

সুতরাং, টলিউড অভিনেতারা কলকাতায় তুফান সিনেমার মুক্তিতে বাধা দিচ্ছেন শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img