গত ১৬ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে ভারী বর্ষণের কারণে বন্যার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে দুবাইয়ে বন্যার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে যাতে দেখা যায় অসংখ্য গাড়ি পানিতে ভেসে বেড়াচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বন্যার দৃশ্য নয় বরং এটি জাপানে ২০১১ সালের সুনামি আঘাত হানার দৃশ্য।
ভিডিওটির সত্যতা জানতে কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে জাপান ভিত্তিক গণমাধ্যম TBS News DIG এর ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি “[3.11] 津波が押し寄せる岩手・宮古市の沿岸 部【JNNアーカイブ 311あの日の記録】” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিও গুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওর বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০১১ সালের ১১ মার্চ জাপানে ৯.০ মাত্রার ভূমিকম্পের কারণে বিশাল সুনামির সৃষ্টি হয়। যার কারণে জাপানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ১৫ হাজার ৮৯৯ জনের প্রাণহানি ঘটে।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা বিবিসি’র ওয়েবসাইটে ২০১১ সালের ১১ মার্চ “Japan earthquake: Tsunami hits north-east” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে এ ঘটনার সত্যতা জানা যায়।
মূলত, ২০১১ সালে জাপানে ৯.০ মাত্রার ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অনেক সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে। সেই সুনামির দৃশ্য জাপানের একাধিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। জাপানের সে সময়ের সুনামির দৃশ্যের একটি ভিডিও সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বন্যার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, জাপানের সুনামির দৃশ্য সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বন্যার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা
তথ্যসূত্র
- TBS News DIG – [3.11] 津波が押し寄せる岩手・宮古市の沿岸 部【JNNアーカイブ 311あの日の記録】
- BBC – Japan earthquake: Tsunami hits north-east