সম্প্রতি, বাংলাদেশে একজন হিন্দু মহিলাকে নির্যাতনের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

এক্সে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি বাংলাদেশে কোনো হিন্দু মহিলাকে নির্যাতনের নয়। প্রকৃতপক্ষে, নির্যাতনের শিকার মহিলা একজন মুসলিম। তার নাম লাবনী। তিনি মহিলা যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেলে গত ২১ মার্চ ধানমণ্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, তিন জনকে ধরে পুলিশে দিয়েছে জনতা | Awami League শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওটির কিছু অংশের সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। এছাড়াও ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি রাজধানীর ধানমণ্ডি এলাকায় হওয়া আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে তিনজনকে পুলিশে দেওয়ার দৃশ্য।
অনলাইনভিত্তিক গণমাধ্যম ঢাকা মেইল-এর ওয়েবসাইটে একই দিনে ধানমন্ডিতে মিছিলের চেষ্টা, আ.লীগের ৩ কর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকায় মিছিল করার সময় উপস্থিত জনতা আওয়ামী লীগের এক নারী কর্মীসহ তিনজনকে আটক করে পুলিশে দেন। তবে তার আগে কয়েকজন যুবক আটককৃতদের মারধরও করেন বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। আটককৃতরা হলেন- মহিলা যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য লাবনী (৩৫), সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।

প্রতিবেদনটিতে মহিলা যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য লাবনীকে মারধরের কয়েকটি ছবিও ব্যবহার করা হয়েছে। যার সাথে আলোচিত ভিডিওর নারীর পোশাক এবং চেহারার মিল পাওয়া যায়।
সুতরাং, মহিলা যুবলীগের কেন্দ্রীয় কমিটির মুসলিম সদস্যকে নির্যাতনের ভিডিওকে হিন্দু মহিলা নির্যাতনের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Pratidin Youtube Channel: ধানমণ্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, তিন জনকে ধরে পুলিশে দিয়েছে জনতা | Awami League
- Dhaka Mail Website: ধানমন্ডিতে মিছিলের চেষ্টা, আ.লীগের ৩ কর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ