ডাকসু নির্বাচনে ব্যবহারের জন্য আনা গাড়ি ভর্তি অস্ত্র আটকের দাবিটি ভুয়া

আগামী ০৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর প্রেক্ষিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যাতে একটি প্রাইভেট কারের বনেট ভর্তি অস্ত্র আটকের দৃশ্য দেখা যায়। দাবি করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ব‍্যবহারের জন্য সেনাবাহিনী কর্তৃক গাড়ি ভর্তি অস্ত্র এবং কয়েক জন শিবিরের নেতা আটকের ঘটনা এটি। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গাড়ি ভর্তি অস্ত্র আটকের কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের আগস্টে রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধার করে শিক্ষার্থীরা। এটি সেই ঘটনারই দৃশ্য। 

এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে জাতীয় দৈনিক ভোরের পাতা পত্রিকার চ্যানেলে ২০২৪ সালের ১১ আগস্ট একই ঘটনার ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর বর্ণনা থেকে জানা যায়, এটি সে সময়ের রাজশাহীর ঘটনা।  

Comparison: Rumor Scanner 

আরো অনুসন্ধান করে আরেক জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে এই ঘটনার বিষয়ে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। জানা যায়, ১০ আগস্ট রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধার করা হয়। নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে (রেলগেট) এলাকা থেকে ওই অস্ত্রসহ একজনকে আটক করে শিক্ষার্থীরা।

এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারের বক্তব্যের বরাত দিয়ে প্রথম আলো জানায়, শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের সময় ওই প্রাইভেট কার থামান। পরে গাড়ির পেছন থেকে দেশি অস্ত্র উদ্ধার করে। আটক ব্যক্তি শিক্ষার্থীদের টাকা দিতে চেয়েছিলেন। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হন। পরে তাঁরা ওই ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন।

সুতরাং, ২০২৪ সালের ভিন্ন ঘটনার ভিডিওকে সম্প্রতি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গাড়ি ভর্তি অস্ত্র আটক দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img