বুধবার, সেপ্টেম্বর 27, 2023
spot_img

বাংলাদেশে জাহাজ থেকে কয়লা পড়ে যাওয়ার ঘটনা দাবিতে ইন্দোনেশিয়ার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, “একে কারেন্ট এর জালাই বাঁচি না আবার কয়লা আনতে লাইগি পরে গেলো” শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, বাংলাদেশে বিদেশ থেকে আমদানিকৃত কয়লা জাহাজ থেকে পড়ে গেছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)

টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে জাহাজ থেকে কয়লা পড়ে যাওয়ার ঘটনা দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০১৯ সালের ইন্দোনেশিয়ার পূর্ব-কালিমন্তনে জাহাজ থেকে কয়লা পড়ে যাওয়ার ঘটনার ভিডিও।

রিভার্স ইমেজ সার্চ অনুসন্ধানের মাধ্যমে ‘makassar_iinfo’ নামক একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২০১৯ সালের ১৭ ডিসেম্বর প্রকাশিত ভিডিওর সাথে  সম্প্রতি জাহাজ থেকে কয়লা পড়ে যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওরহুবহু মিল খুজে পাওয়া যায়।

ইনস্টাগ্রাম পোস্টটি থেকে জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বর ইন্দোনেশিয়ার পূর্ব-কালিমন্তন এলাকায় জাহাজ থেকে কয়লা পড়ে যাওয়া ঘটনা ঘটে। এটি সেই ঘটনারই একটি ভিডিও।

Image Comparison by Rumor Scanner

পরবর্তীতে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম “Niaga.asia” এর ওয়েবসাইটে ২০১৯ সালের ১৯ ডিসেম্বর “Dinding Tongkang Jebol, Batubara Tumpah Kotori Laut Muara Berau” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

মূলত, ২০১৯ সালের ডিসেম্বর মাসে ইন্দোনেশিয়ার পূর্ব-কালিমন্তনে জাহাজ থেকে কয়লা পড়ে যাওয়ার ঘটনায় একটি ভিডিও সেসময় ইন্টারনেটে প্রচারিত হয়। সম্প্রতি, সেই ভিডিও ইন্টারনেট থেকে সংগ্রহ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জাহাজ থেকে কয়লা পড়ে যাওয়ার ঘটনার ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, গত ০৯ জুন রাতে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে ২৬ হাজার ৬২০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী একটি জাহাজ।

সুতরাং, ২০১৯ সালে ইন্দোনেশিয়ায় জাহাজ থেকে কয়লা পড়ে যাওয়ার ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জাহাজ থেকে কয়লা পড়ে যাওয়ার ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img