টিউলিপ সিদ্দিকের যুক্তরাজ্যের শিশুবিষয়ক ছায়ামন্ত্রী হওয়ার তথ্যটি পুরোনো

সম্প্রতি ‘ব্রিটিশ পার্লামেন্টের মাননীয় সংসদ সদস্য, রিজোয়ানা টিউলিপ সিদ্দিককে, প্রাণঢালা  অভিনন্দন, যুক্তরাজ্যের শিশু বিষয়ক ছায়ামন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য।’ শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

Screenshot from CrowdTangle

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ) ও এখানে (আর্কাইভ)। 

Screenshot from Ajker Patuakhali website

অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন দেখুন যুক্তরাজ্যের শিশু বিষয়ক ছায়া মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক (আজকের পটুয়াখালী)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ সংসদের এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনের শিশুবিষয়ক ছায়ামন্ত্রী হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি পুরোনো। প্রকৃতপক্ষে তিনি ২০২১ সালেই এই পদের দায়িত্ব শেষ করেন এবং বর্তমানে তিনি লেবার পার্টির অর্থনৈতিক বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

দাবিটির সত্যতা যাচাইয়ে ওপেন সোর্স অনুসন্ধানের মাধ্যমে পাওয়া টিউলিপ সিদ্দিকের ভ্যারিফাইড টুইটার একাউন্টে প্রদত্ত তথ্য বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম।

Screenshot: Tulip Siddiq Twitter

টুইটার একাউন্টের বায়োতে টিউলিপ সিদ্দিকের প্রদত্ত তথ্যানুযায়ী, তিনি হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের লেবার পার্টির সংসদ সদস্য ও ছায়া সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি যুক্তরাজ্যের সংসদের ওয়েবসাইট UK Parliament এর ওয়েবসাইটে টিউলিপ সিদ্দিক সম্পর্কে প্রদত্ত তথ্যানুযায়ী দেখা যায়, টিউলিপ সিদ্দিক ২০২১ সালের ৪ ডিসেম্বর থেকে লেবার পার্টির অর্থনৈতিক বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

Screenshot: UK Parliament Website

ওয়েবসাইটটি থেকে আরও জানা যায়, এর পূর্বে ২০২০ সালের ১০ এপ্রিল থেকে ২০২১ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি শিক্ষা বিভাগের ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Screenshot:  UK Parliament Website

উপরিউক্ত তথ্যসমূহ বিশ্লেষণে দেখা যাচ্ছে, টিউলিপ সিদ্দিকের শিশুবিষয়ক এবং আর্লি ইয়ার্স ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার তথ্যটি সাম্প্রতিক সময়ের নয়। তিনি ২০২১ সালের ৪ ডিসেম্বরই উক্ত দায়িত্ব পালন সম্পন্ন করেছেন। 

অপরদিকে ছায়ামন্ত্রী হলেন ছায়া মন্ত্রিসভার একজন সদস্য। এই ছায়া মন্ত্রিসভা সরকার দলীয় মন্ত্রিসভার কাজকে মূল্যায়নের জন্য দেশটির বিরোধী দলের নেতা দ্বারা নির্বাচিত জৈষ্ঠ্য সদস্যদের নিয়ে গঠন করা হয়। এই ছায়া মন্ত্রিসভার প্রতিটি সদস্যকে তাদের দলের হয়ে একটি নির্দিষ্ট নীতির উপর নেতৃত্ব দেওয়ার জন্য এবং মন্ত্রিসভায় তাদের প্রতিপক্ষকে প্রশ্ন ও চ্যালেঞ্জ করার জন্য নিযুক্ত করা হয়।

Screenshot: UK Parliament Website

মূলত, সম্প্রতি বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ সংসদের এমপি টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের শিশু বিষয়ক ছায়ামন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে প্রচার করা হচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ২০১৫ সাল থেকে যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের লেবার পার্টির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা টিউলিপ সিদ্দিকের যুক্তরাজ্যের শিশু বিষয়ক ছায়ামন্ত্রী নির্বাচিত হওয়ার তথ্যটি পুরোনো। প্রকৃতপক্ষে টিউলিপ সিদ্দিক ২০২০ সালের ১০ এপ্রিল থেকে ২০২১ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা বিভাগের ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার পরবর্তী সময় থেকে লেবার পার্টির অর্থনৈতিক বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সুতরাং, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ সংসদের এমপি টিউলিপ সিদ্দিকের যুক্তরাজ্যের শিশু বিষয়ক ছায়ামন্ত্রী নির্বাচিত হওয়ায় পুরোনো তথ্যকে সাম্প্রতিক সময়ের তথ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img