জামালপুরে চা বাগান নেই, ভাইরাল ভিডিওটি ইন্দোনেশিয়ার 

সম্প্রতি, জামালপুরের দৃশ্য দাবিতে চা বাগানের মধ্য দিয়ে যাওয়া একটি রাস্তার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

জামালপুরে চা বাগান

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামালপুরের দৃশ্য দাবিতে চা বাগানের মধ্য দিয়ে যাওয়া রাস্তার ভিডিওটি বাংলাদেশের নয় এবং জামালপুরে কোনো চা বাগানও নেই বরং ইন্দোনেশিয়ার একটি রাস্তার দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে iman tv নামক একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি শর্ট ভিডিও খুঁজে (আর্কাইভ) পাওয়া যায়। 

উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। 

Video Comparison: Rumor Scanner 

ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ইন্দোনেশিয়া ভিত্তিক ইউটিউব চ্যানেল। 

পরবর্তীতে, ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে একাধিক হ্যাশট্যাগযুক্ত একই স্থানের আরেকটি ভিডিও খুঁজে (আর্কাইভ) পাওয়া যায়। 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ভিডিওটির লোকেশন ইন্দোনেশিয়ার সিউইডে উল্লেখ করা।

Screenshot: Tiktok 

এরপর ইন্দোনেশিয়ার সিউইডে এমন জায়গা সম্পর্কে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে আলোচিত ভিডিওটিতে থাকা দৃশ্যটির সদৃশ আরও কিছু ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

বাংলাদেশ চা বোর্ড কর্তৃক গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত দেশের চা বাগানের সর্বশেষ তালিকাতে জামালপুরে কোনো চা বাগান থাকার তথ্য পাওয়া যায়নি। 

মূলত, সম্প্রতি জামালপুরের চা বাগানের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি বাংলাদেশের জামালপুরের নয়, এমনকি জামালপুরে কোনো চা বাগানই নেই৷ প্রকৃতপক্ষে, ইন্দোনেশিয়ার এই দৃশ্যকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে। 

সুতরাং, ইন্দোনেশিয়ার রাস্তার দৃশ্যকে বাংলাদেশের জামালপুরের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img