সাতক্ষীরার ভিন্ন ঘটনার ভিডিওকে রেস্টুরেন্টে চাঁদা দাবি করায় সমন্বয়কদের মারধরের দাবিতে প্রচার 

সম্প্রতি, সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে খাবার খেয়ে বিল না দিয়ে চাঁদা দাবি করলে রেস্টুরেন্টের কর্মীরা সমন্বয়কদের মারধর করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটির সাথে সমন্বয়কদের কোনো সম্পর্ক নেই বরং, গত ০৭ জানুয়ারি সাতক্ষীরার কাচ্চি ডাইন আউটলেটে ভোক্তা অধিকারের অভিযান শেষে ছবি তুলতে গেলে স্থানীয় সাংবাদিকদের মারধর করেন উক্ত রেস্টুরেন্টের কর্মীরা। উক্ত ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ‘71 Bangla Tv’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে গত ০৮ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

Video Comparison By Rumor Scanner 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৭ জানুয়ারি দুপুরে সাতক্ষীরার কাচ্চি ডাইন আউটলেটে ভোক্তা অধিকারের অভিযান শেষে স্থানীয় কয়েকজন সাংবাদিক ছবি তুলতে গেলে তাদেরকে মারধরের অভিযোগ উঠে রেস্টুরেন্টের কর্মীদের বিরুদ্ধে। আহত ফটো সাংবাদিকরা হলেন– সাতক্ষীরা জেলার ডিবিসি নিউজের সজুব হোসেন, এসএ টিভির জাকির হোসেন, সময় টিভির সাগর হোসেন এবং আরটিভির মামুন। 

পরবর্তী অনুসন্ধানে জাতীয় দৈনিক কালবেলার ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে একই তারিখে উক্ত ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৭ জানুয়ারি দুপুরে সাতক্ষীরার কাচ্চি ডাইন আউটলেটে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ফুটেজ সংগ্রহ করতে গিয়ে চার ফটো সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে কাচ্চি ডাইনের কর্মচারীদের বিরুদ্ধে। আহত ফটোসাংবাদিকরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সবুজ হোসেন, এসএ টিভির জাকির হোসেন, সময় টিভির সাগর হোসেন ও মাই টিভির একরামুজ্জামান জনি।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে সময়ের কণ্ঠস্বর এবং বাংলা ট্রিবিউনও।  

এসব প্রতিবেদন বিশ্লেষণ করে এই ঘটনার সাথে সমন্বয়কদের কোনো সংশ্লিষ্টতার তথ্য মেলেনি।

এছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। 

সুতরাং, সাতক্ষীরায় কাচ্চি ডাইন আউটলেটে ভোক্তা অধিকারের অভিযানে রেস্টুরেন্ট কর্মীদের দ্বারা স্থানীয় ফটো সাংবাদিকদের মারধরের শিকার হওয়ার ঘটনাকে খাবার খেয়ে বিল না দিয়ে চাঁদা দাবি করলে সমন্বয়কদের মারধরের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img