মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

ট্রেনে তোলা ভাইরাল ছবিটি শেখ হাসিনার নয়

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তাকে আর জনসম্মুখে দেখা যাওয়ার কোনো ছবি বা ভিডিও গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে আসেনি। সম্প্রতি, এক নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, ছবিটি শেখ হাসিনার।  

ভাইরাল ছবিটি শেখ হাসিনার

উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি শেখ হাসিনার নয় বরং ছবিটি ভিন্ন এক নারীর, যিনি সম্প্রতি ভৈরব থেকে শ্রীমঙ্গলে ট্রেনে যাওয়ার সময় ছবিটি ধারণ করা হয়। 

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য না পেয়ে ফেসবুকের এ সংক্রান্ত পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি দেওয়া হয় গত ১১ সেপ্টেম্বর রাতে। ইফতু ইসলাম জুথী নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “কী ভেবেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে ? জি নাহ ট্রেনে করে স্টুডেনদের খুঁজে বেড়াচ্ছে।”

Screenshot: Facebook 

একই দাবির আরেক পোস্টে এক ব্যক্তির একটি কমেন্ট নজরে আসে রিউমর স্ক্যানারের। রাকিব মিয়া নামে ঐ ব্যক্তি কমেন্টে জানান, ছবিটি তার মায়ের। ছবিটি চারদিন পূর্বে ট্রেনে তোলা হয়। 

Screenshot: Facebook 

রিউমর স্ক্যানারের পক্ষ থেকে রাকিব মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পেশায় গৃহিনী তার মায়ের নাম মনো বেগম। তিনি তার মায়ের কিছু ছবি পাঠিয়েছেন, যেগুলোর সাথে আলোচিত ছবির মিল পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

রাকিব রিউমর স্ক্যানারকে বলেছেন, ০৯ সেপ্টেম্বর ভৈরব থেকে শ্রীমঙ্গলে পারাবত ট্রেনে করে তার ছোট ফুফুর বাসায় বেড়াতে যান তার মা৷ সঙ্গে ছিলেন রাকিবের ভাই ও তার মেয়ে। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর  শ্রীমঙ্গল থেকে ভৈরবে পারাবত ট্রেনেই ফিরে আসেন তার মা। 

রাকিবের ধারণা এই দুই ট্রেন ভ্রমণের কোনো এক সময়ে লুকিয়ে ছবিটি তোলা হয়।  

রিউমর স্ক্যানার অন্তত ১১ সেপ্টেম্বর থেকে ছবিটি ফেসবুকে পোস্ট হতে দেখেছে। তাই ছবিটি ৯ সেপ্টেম্বর ভৈরব থেকে শ্রীমঙ্গলে যাওয়ার সময়েই তোলা বলে প্রতীয়মান হচ্ছে।

রাকিব বর্তমান যুক্তরাজ্যে আছেন। তিনি ২২ সেপ্টেম্বর বাংলাদেশে এসে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।

সুতরাং, শেখ হাসিনার সাম্প্রতিক সময়ের ছবি দাবিতে ভিন্ন নারীর ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

  • Statement from Rakib Mia
  • Rumor Scanner’s own analysis 
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img