এটি বিশ্বকাপ ফাইনালে ভারত হারায় পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের আনন্দ উল্লাসের ভিডিও নয়

গতকাল (১৯ নভেম্বর) আইসিসি ক্রিকেট বিশ্বকাপের (পুরুষ) ফাইনাল ম্যাচে ভারত বনাম অস্ট্রেলিয়া দল মুখোমুখি হয়। ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা আনন্দ উল্লাস করছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

ভারত হারায়

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ১৯ নভেম্বরের নয় বরং ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা আনন্দ উল্লাস করার ভিডিও এটি।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওর শুরুতে একটি দৃশ্যে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো দেখা যায়।

Screenshot: Facebook

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে পাকিস্তানের ক্রীড়া গণমাধ্যম A Sports এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ০৯ নভেম্বর “YESSS! We’re into the FINAL!!! It’s time for some Bhangra and why not!” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর সাথে আলোচিত ভিডিটির মিল খুজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

ভিডিওটির বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, সেসময় চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে A Sports কর্তৃক আয়োজিত The Pavilion নামক অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা অংশ গ্রহণ করেন। ০৯ নভেম্বর আসরের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পাকিস্তান ফাইনাল নিশ্চিত করে। এর জেরে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা সেদিন উক্ত অনুষ্ঠানে উল্লাস করেন। তারই দৃশ্য এটি।

মূলত, ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে  হারিয়ে পাকিস্তান ফাইনাল নিশ্চিত করে। এর প্রেক্ষিতে পাকিস্তানের ক্রীড়া গণমাধ্যম A Sports কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা উল্লাস প্রকাশ করেন। সেই মূহুর্তের ভিডিওটি A Sports তাদের ইউটিউব চ্যানেনে প্রকাশ করে। তবে সম্প্রতি উক্ত ভিডিওটি ব্যবহার  করে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হারার কারণে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা আনন্দ উল্লাস করার দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

সুতরাং, ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে  হারিয়ে পাকিস্তান ফাইনাল নিশ্চিত করার পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের উল্লাস প্রকাশের ভিডিওকে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হারার কারণে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা আনন্দ উল্লাস করার দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • A Sports – Youtube Video
  • Rumor Scanner’s own investigation 

আরও পড়ুন

spot_img