‘ওরে তোর শরীরে মীর জাফরের রক্ত’ শীর্ষক গানটি মনির খান তারেক রহমানকে নিন্দা করে গাননি

সম্প্রতি, তারেক রহমানকে নিয়ে একি গান গাইলেন মনির খান! সত্যিটা তুলে ধরার জন্য গানের মাধ্যমে শিল্পী মনির খানকে অনেক অনেক ধন্যবাদ।” শীর্ষক শিরোনামে কণ্ঠশিল্পী মনির খানের একটি গানের খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, কণ্ঠশিল্পী মনির খানের গাওয়া “ওরে তোর শরীরে মীর জাফরের রক্ত/তোর পিতা-মাতা সীমারের ভক্ত/রাজাকারের মতো যে তুই করলি বেঈমানি/বাংলাদেশে জন্ম যে তোর স্বভাব পাকিস্তানি/দেশের প্রতি প্রেমের প্রতি ছিল না যে টান/তবু তোর প্রতি আছে আমার আজও অনেক সম্মান/লোকে বলে বলে রে অঞ্জনা বড় বেঈমান”  শীর্ষক গানটি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে গেয়েছেন। 

ফেসবুকে সাম্প্রতিক সময়ে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ এখানে, এখানে এবং এখানে

এছাড়াও একই দাবির ২০২২, ২০২১ এবং ২০২০ সালের পোস্ট দেখুন যথাক্রমে এখানে, এখানে, এখানে। পোস্টগুলোর আর্কাইভ এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,  ‘ওরে তোর শরীরে মীর জাফরের রক্তশীর্ষক গানটি কণ্ঠশিল্পী মনির খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিন্দা করে গাননি বরং তার প্রকাশিত গানটির মিউজিক ভিডিও বিকৃত করে গানটি তারেক রহমানের উদ্দেশ্যে নিন্দা করে গেয়েছেন শীর্ষক ভুয়া দাবিটি প্রচার হয়ে আসছে।

কিওয়ার্ড সার্চের মাধ্যমে মনির খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১লা জানুয়ারি “Onjona 2020 By Monir Khan | অন্জনা ২০২০ – মনির খান” শিরোনামে প্রকাশিত মূল গানটি খুঁজে পাওয়া যায়। ভিডিওর বর্ণনা এবং থাম্বনেইল থেকে জানা যায় মনির খানের গাওয়া Onjona 2020 শীর্ষক গানটির কথা ও সুর করেছেন মিল্টন খন্দকার। 

Screenshot : MK Music24 YT

‘তারেক রহমানকে নিয়ে একি গান গাইলেন মনির খান’ শিরোনামে প্রচারিত ভিডিওতে তারেক রহমান, খালেদা জিয়ার ছবি সহ বেশকিছু ছবি দেখা গেলেও গানটির মূল ভিডিওতে সেই ছবিগুলো দেখা যায়নি। এডিটেড ভিডিওটিতে তারেক রহমানের ছবি যেভাবে দেখানো হয়েছে মূল ভিডিওতে মূলত সেভাবে একজন নারীর ছবি পাওয়া যায়।

অর্থাৎ গানটির অফিশিয়াল মিউজিক ভিডিওকে বিকৃত করে প্রচার করা হয়েছে।

Collage : Rumor Scanner 

পরবর্তীতে অনুসন্ধানে গানটি মুক্তি পাওয়ার পর তা নিয়ে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনগুলোতে গানটির ব্যাপারে মনির খানের বক্তব্য পাওয়া যায়।

দৈনিক আমাদের সময়ে ২০২০ সালের ২ জানুয়ারি “অঞ্জনাকে বেইমান বললেন মনির খান” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে গানটি প্রসঙ্গে মনির খানের বক্তব্য পাওয়া যায়।  যেখানে মনির খান জানিয়েছেন, 

“প্রায় দুই বছর পর অঞ্জনাকে নিয়ে গান গাইলাম। অঞ্জনাকে নিয়ে এটা আমার গাওয়া ৪৩তম গান। গতকাল বিকেলে গানটি প্রকাশ করা হয়েছে। ভক্ত-শ্রোতাদের অনুরোধেই গানটি করা।’মনির খান আরও বলেন, ‘গানটি বেইমানের প্রতীক হিসেবে রাজাকার, মিরজাফর, সীমার, পাকিস্তানি, নমরুদ এমন বেশকিছু শব্দ ব্যবহার করা হয়েছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।”

Screenshot : Dainik Amader Shomoy

একই তারিখে প্রকাশিত বাংলানিউজ২৪ এর প্রতিবেদনেও এ গান প্রসঙ্গে মনির খানের বক্তব্য পাওয়া যায়। গানটির প্রসঙ্গে মনির খান বাংলানিউজকে বলেছেন, “এবার ব্যতিক্রম কথামালায় গানটি তৈরি করেছি। বলতে পারেন, শ্রোতাদের মধ্যে অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি করার একটি প্রয়াস আমাদের এ গান (হাসতে হাসতে)। প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা রাখি, শিগগিরই গানটি দেশব্যাপী আমার ভক্ত-অনুরাগীদের কাছে ছড়িয়ে পড়বে।”

Screenshot : Banglanews24

অর্থাৎ, মনির খান শ্রোতাদের মধ্যে ভিন্নরকম প্রতিক্রিয়া সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রম কথামালার এই গানটি প্রকাশ করেছেন এই গানের সাথে তারেক জিয়াকে নিন্দা জানানোর সম্পর্ক পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য কণ্ঠশিল্পী মনির খানের সাথে হোয়্যাটসঅ্যাপ যোগে যোগাযোগ করা হলে তিনি গানটি বিকৃত করে ভুলভাবে প্রচার করার বিষয়টি নিশ্চিত করে রিউমর স্ক্যানার স্ক্যানারকে একটি বিস্তারিত টেক্সট পাঠান। তার সেই টেক্সট মেসেজটি নিচে হুবহু তুলে ধরা হলো-

“আমার প্রাণ প্রিয় ভক্ত শ্রোতা ও শুভানুধ্যায়ীবৃন্দ অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।

১৯৯৫ সালের ২৬ নভেম্বর আমার প্রথম আ্যালবাম “তোমার কোন দোষ নেই” সর্বপ্রথম প্রকাশিত হয়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমার সংগীত জীবনের সূচনালগ্ন থেকে আজ অবধি মুক্তিপ্রাপ্ত প্রতিটি আ্যালবামে “অঞ্জনা” শিরোনামের একটি গান আপনাদের উপহার দিয়ে আসছি। 

সময়ের পরিক্রমায় ক্যাসেট ও সিডি বিলুপ্ত হবার পর ইউটিউবে Single Track আপলোডের প্রথা চালু হলে বিগত কয়েক বছর যাবৎ বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারী একটি করে অঞ্জনা শিরোনামের গান প্রকাশিত করছি। তারই ধারাবাহিকতায় 2020 সালের পহেলা জানুয়ারী আমার ইউটিউব চ্যানেল MK Music24-এ “তোর শরীরে মীর্জাফরের রক্ত” শিরোনামে অঞ্জনাকে নিয়ে একটি গান আপলোড করি এবং এক সপ্তাহের মধ্যেই গানটি ব্যাপক শ্রোতানন্দিত হয়। উক্ত গানটি অঞ্জনার অতীতের সকল গানের সাথে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়। 

কিন্ত ইদানীং  লক্ষ্য করছি একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দ্যশ্যেপ্রনোদিত ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার নিমিত্তে উক্ত “অঞ্জনা ২০২০” শিরোনামের আসল গানটি বিকৃত করে বিভিন্ন  অনলাইন প্লাটফর্মে পনরায় আপলোড করে আমাকে মানষিক ও চারিত্রিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। সেই বিকৃত কন্টেন্টের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আমি এই অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সকল দুষ্কৃতিকারীদের উদ্দেশ্য বলতে চাই, অবিলম্বে অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা সেই সকল বিকৃত ও এডিটকৃত কন্টেন্ট প্রত্যাহার (Delete) করুন। নয়তো আমি সকলের বিরুদ্ধে Digital নিরাপত্তা আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য হবো। প্রকাশ থাকে যে, অঞ্জনা শিরোনামের উক্ত গানটির অরজিনাল ভার্সনের ভিউ বর্তমানে সকলের ভালোবাসায় সিক্ত হয়ে 20 million অতিক্রম করেছে। MK Music24 ইউটিউব চ্যানেলে প্রকাশিত Original  গানটির লিংক এই স্ট্যাটাসের কমেন্ট বক্সে প্রদান করা হলো।”

মূলত, কন্ঠশিল্পী মনির খান তার গানের চরিত্র অঞ্জনাকে নিয়ে ২০২০ সালের ১লা জানুয়ারি  ‘ওরে তোর শরীরে মীর জাফরের রক্ত’ শীর্ষক গানটি তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। গানটি প্রকাশের বছর থেকেই এর মিউজিক ভিডিও বিকৃত করে গানটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিন্দা করে মনির খানের গাওয়া গান শীর্ষক ভুয়া দাবিতে দীর্ঘদিন ধরে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।

উল্লেখ্য, প্রায় দুই দশকের বেশি সময় ধরে বাংলা গানের ভুবনের জনপ্রিয় শিল্পীদের একজন মনির খান। মনির খানের গানের নায়িকা বা চরিত্র হিসেবে অঞ্জনাকে পাওয়া যায়। তার প্রায় প্রতিটি অ্যালবামেই তিনি অঞ্জনাকে নিয়ে গেয়েছেন। এখন পর্যন্ত অঞ্জনাকে নিয়ে তার গাওয়া গানের সংখ্যা প্রায় ৪২ টি। প্রতিবছর জানুয়ারির শুরুতে এ নামে গান প্রকাশ করার পরিকল্পনা রয়েছে মনির খানের।

সুতরাং,তারেক রহমানকে নিন্দা করে মনির খান ‘ওরে তোর শরীরে মীর জাফরের রক্ত’ শীর্ষক গানটি গেয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি বিকৃত করা।

তথ্যসূত্র

  1. Original music video – MK Music24
  2. Post song released statement of Monir Khan – Amader Shomoy, Banglanews24
  3. Statement of Monir Khan on the viral claim- Rumor Scanner 

আরও পড়ুন

spot_img