বরুশিয়া ডর্টমুন্ড বনাম সেল্টিকের ম্যাচে গ্যালারিতে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন দাবিতে পুরোনো ভিন্ন ম্যাচের ছবি প্রচার

উয়েফা চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার রাতে (০২ অক্টোবর) বরুশিয়া ডর্টমুন্ড বনাম সেল্টিকের ম্যাচে ৭-১ ব্যবধানে জয় লাভ করল ডর্টমুন্ড। উক্ত ম্যাচে ফিলিস্তিনি পতাকায় ছেয়ে যায় গ্যালারি দাবিতে একটি ছবি প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফিলিস্তিনি পতাকায় ছেয়ে যায় গ্যালারি দাবিতে প্রচারিত ছবিটি উয়েফা চ্যাম্পিয়নস লিগের গত মঙ্গলবার রাতে (০২ অক্টোবর) বরুশিয়া ডর্টমুন্ড বনাম সেল্টিকের ম্যাচের নয় বরং, ছবিটি ২০২৩ সালের ২৫ অক্টোবর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেলটিকের ম্যাচের। 

অনুসন্ধানে ‘Maktoob Media’ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ২৬ অক্টোবর ‘Celtic fans defy club, UEFA warning to show support for Palestine’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিটি ফিচার ইমেজ হিসেবে দেখতে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

প্রতিবেদনটি থেকে জানা যায়, স্কটিশ ক্লাবটির নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০২৩ সালের ২৫ অক্টোবর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেলটিকের ম্যাচে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন সেল্টিক সমর্থকরা।

এছাড়া, ছবি সংরক্ষণকারী প্রতিষ্ঠান গেটি ইমেজেও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Getty Images

ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২৩ সালের ২৫ অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগোতে সেল্টিক পার্কে সেল্টিক এবং অ্যাটলেটিকো ডি মাদ্রিদের মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ চলাকালীন গ্রিন ব্রিগেড ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন। 

অর্থাৎ, এটা নিশ্চিত যে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৪–২৫ গত মঙ্গলবার রাতে (০২ অক্টোবর) বরুশিয়া ডর্টমুন্ড বনাম সেল্টিকের ম্যাচের নয়।

সুতরাং, চ্যাম্পিয়নস লিগের ২০২৩ সালের পুরোনো ভিন্ন ম্যাচের ছবিকে গত ০২ অক্টোবর বরুশিয়া ডর্টমুন্ড বনাম সেল্টিকের ম্যাচে গ্যালারিতে ফিলিস্তিনি পতাকা প্রদর্শনের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img