সম্প্রতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
যা দাবি করা হয়েছে
“বিশ্ব ভোট চোর” শীর্ষক শিরোনামে শেখ হাসিনা ও শেখ রেহানার একটি আঁকা ছবি দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে দাবিতে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম “বিশ্ব ভোট চোর” শীর্ষক লেখাযুক্ত ছবি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানায়নি বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার একটি আঁকা ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে “বিশ্ব ভোট চোর” শীর্ষক লেখা যুক্ত করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
ছবিটির সত্যতা যাচাইয়ের জন্য রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর অফিসিয়াল ফেসবুক পেজে গত ১৬ জানুয়ারি প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে সংযুক্ত দুইটি ছবির একটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির “বিশ্ব ভোট চোর” শীর্ষক লেখা ব্যতীত বাকি অংশের হুবহু মিল পাওয়া যায়।
ডা. সেলিনা হায়াৎ আইভীর পোস্ট থেকে জানা যায় ছবিটি প্রধানমন্ত্রীর বাস ভবন গণভবনে তোলা। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক নয়া দিগন্ত’র ওয়েবসাইটে গত ১৭ জানুয়ারি “প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করলেন মেয়র আইভী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেকর্ড পাঁচবার ও পরপর চারবার প্রধানমন্ত্রী হওয়ায় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী অভিনন্দন জানান।
মূলত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হয়ে রেকর্ড পাঁচবার ও পরপর চারবার প্রধানমন্ত্রী হওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গত ১৮ জানুয়ারি অভিনন্দন জানান। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন। সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং মেয়র আতিকুল একটি আঁকা ছবি হাতে নিয়ে ছবি তোলেন। যা পরবর্তীতে সেলিনা হায়াৎ আইভী তার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে। সে ছবিকেই ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে “বিশ্ব ভোট চোর” শীর্ষক লেখা যুক্ত করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে “বিশ্ব ভোট চোর” শীর্ষক লেখা যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার আঁকা ছবি দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Dr. Salina Hayat Ivy – Facebook Post
- Daily Nayadiganta – প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করলেন মেয়র আইভী