গরমে অতিষ্ঠ হয়ে সূর্যের বিরুদ্ধে মামলার ঘটনাটি সাত বছরের পুরোনো

সম্প্রতি, প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে এক ব্যক্তি সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন দাবিতে একটি পোস্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

এসব পোস্টের কোনো কোনোটিতে দাবি করা হচ্ছে, ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের। শিবপাল সিং নামের এক ব্যক্তি প্রচণ্ড গরমে জীবন অতিষ্ঠ হয়ে যাওয়ার কারণে ভারতীয় দণ্ডবিধির ১৯৭৩ সালের ১৫৪ ধারায় সূর্যের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক নির্যাতনের মামলা দায়ের করেছেন।

Screenshot Source Crowdtangle

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

Screenshot source: Facebook 

একই দাবি সম্প্রতি ঘটনাটির সময় উল্লেখ না করে বাংলাদেশের গণমাধ্যমেও ছড়িয়েছে। দেখুন নাগরিক টিভি (ইউটিউব)।

Screenshot source: Youtube

একই দাবিতে ইউটিউবে ছড়িয়ে পড়া কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে সূর্যের বিরুদ্ধে মামলা করার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০১৬ সালে ভারতের মধ্য প্রদেশের এক ব্যক্তি অতিরিক্ত তাপমাত্রায়  সূর্যদেবতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য আবেদন পত্র জমা দিয়েছিলেন। উক্ত ঘটনাটিকেই সময় উল্লেখ না করে সম্প্রতি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

গরমে বিরক্ত হয়ে ভারতের মধ্য প্রদেশের একজন ব্যাক্তি কর্তৃক সূর্যের বিরুদ্ধে মামলার ঘটনাটির বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম Hindustan Times এ ২০১৬ সালের ২৪ মে  “MP: Man submits application against Sun” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। 

Screenshot Source: Hindustan Times

প্রতিবেদনে বলা হয়, ক্রমবর্ধমান তাপমাত্রায় বিরক্ত হয়ে শাজাপুর জেলার এক ব্যক্তি স্থানীয় পুলিশের কাছে একটি আবেদন জমা দিয়েছেন যাতে সূর্যদেবতার বিরুদ্ধে এফআইআর করার অনুরোধ করা হয়। 

অভিযোগকারী শিবপাল সিং যাদব যিনি একজন আইনজীবী, তিনি পুলিশের কাছে ফৌজদারি দন্ডবিধির ১৫৪ ধারার অধীনে ঈশ্বরের (সূর্য দেবতা) বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার অনুরোধ করেছেন।

প্রায় সাত বছর পূর্বে প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, শাজাপুর জেলার পুলিশ সুপারকে উদ্দেশ্য করে শিবপাল সিং তার আবেদনে বলেছেন, গত এক সপ্তাহ ধরে সূর্যের অসহ্য গরমের কারণে মানুষ, পশু-পাখি এবং গাছপালা সব প্রাণীই মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত পরিদর্শক রাজেন্দ্র ভার্মার বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, অভিযোগকারী ২০১৬ সালের ২০ মে এ বিষয়ে আবেদন করেন।

অর্থাৎ, গরমে অতিষ্ঠ হয়ে সূর্যের বিরুদ্ধে মামলা করার ঘটনাটি ভারতের এবং এটি প্রায় সাত বছরের পুরোনো ঘটনা।

পত্রিকার ভাইরাল ক্লিপটির উৎসের খোঁজে

ইন্টারনেটে গরমে অতিষ্ঠ হয়ে সূর্যের বিরুদ্ধে মামলা করার ঘটনার বিষয়ে সম্প্রতি একটি পত্রিকার প্রিন্ট সংস্করণ থেকে ক্যামেরায় তোলা একটি ক্লিপ বেশ ভাইরাল হয়েছে। 

Screenshot source: Facebook 

ক্লিপটি লক্ষ্য করলে দেখা যায়, প্রতিবেদনের শুরুতে ‘মানবকণ্ঠ ডেস্ক’ লেখা রয়েছে। মানবকণ্ঠ বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা। প্রতিবেদনে কোনো তারিখ উল্লেখ না থাকায় শুরুতে ২০১৬ সালের মে মাসে উক্ত ঘটনা (২০ মে আবেদন) পরবর্তী সময়ের মানবকণ্ঠ পত্রিকার ই-পেপার সংস্করণগুলোতে উক্ত প্রতিবেদনটি খুঁজে দেখার চেষ্টা করেছে রিউমর স্ক্যানার টিম। 

এক পর্যায়ে, ২৯ মে (২০১৬) এর মানবকণ্ঠ পত্রিকার ৩য় পাতায় আলোচিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। দেখুন এখানে। 

Screenshot source: Manobkantha

অর্থাৎ, ভাইরাল হওয়া পত্রিকার প্রতিবেদনের ক্লিপটিও ২০১৬ সালের।

মানুষ যেভাবে বিভ্রান্ত হচ্ছে

২০১৬ সালের আলোচিত এই ঘটনাটিকেই ইন্টারনেটে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার টিম। Faridpur LIVE নামের একটি ফেসবুক পেজে দাবি করা হচ্ছে, “ঘটনা কিন্তু সত্যি প্রচণ্ড গরমে জীবন অতিষ্ঠ হওয়ায় এবার সূর্যের ওপর ক্ষুব্ধ হয়ে মামলা করেছেন ভারতের মধ্যপ্রদেশের শিবপাল সিং নামে এক ব্যক্তি। মামলায় সূর্যের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন তিনি।”

অথচ উক্ত ঘটনাটি প্রায় সাত বছরেরও পুরোনো। কিন্তু পোস্টে উক্ত সংবাদটিকে সাম্প্রতিক ঘটনা (এবার) হিসেবে প্রচার করা হচ্ছে।

Screenshot from Facebook

আবার বেশ কিছু ফেসবুক পোস্টে উক্ত ঘটনাটিকে সরাসরি সাম্প্রতিক ঘটনা হিসেবে দাবি করা না হলেও কোনোরূপ স্থান/কাল উল্লেখ ব্যতিত প্রচার করায় অনেকেই এটিকে সাম্প্রতিক ঘটনা ভেবে বিভ্রান্ত হচ্ছেন।

রংপুর,বাংলাদেশ নামের একটি ফেসবুক পেজে কোনোরূপ স্থান/কাল উল্লেখ না করে শুধু “প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে সূর্যের বিরুদ্ধে মামলা। বিস্তারিত কমেন্টে।” ক্যাপশন ব্যবহার করে পোস্ট করায় অনেকেই এটিকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা ভেবেও বিভ্রান্ত হচ্ছেন।

Screenshot from Facebook

আর এই বিভ্রান্তির নমুনা উক্ত পোস্টের কমেন্ট সেকশনেই লক্ষ্য করা যায়।

Image Collage by Rumor Scanner

মূলত, ২০১৬ সালে ভারতের মধ্য প্রদেশের শাজাপুর জেলায় বসবাসরত শিবপাল সিং যাদব নামক এক ব্যক্তি ক্রমবর্ধমান তাপমাত্রায় বিরক্ত হয়ে পুলিশের কাছে এফআইআর দায়ের করার জন্য আবেদন পত্র জমা দেন। উক্ত ঘটনাটিকেই সম্প্রতি কোনো সময় উল্লেখ না করে এবং কিছু কিছু ক্ষেত্রে সরাসরি সাম্প্রতিক ঘটনা দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, ২০১৬ সালে ভারতে এক ব্যক্তি কর্তৃক সূর্য-দেবতার প্রতি আইনি অভিযোগ দায়ের করার ঘটনাকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img