সম্প্রতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান “বিএনপি সরকারে এলে ওয়ার্ড ভিত্তিক সকলকে গ্রেনেড মারার প্রশিক্ষণ নেয়া বাধ্যতামূলক করা হবে।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক ইত্তেফাকের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তারেক রহমান আলোচিত মন্তব্যটি করেননি এবং উক্ত শিরোনামে দৈনিক ইত্তেফাকও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, তারেক রহমানের ভিন্ন মন্তব্য সম্বলিত ইত্তেফাকের ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ইত্তেফাকের লোগো এবং এটি প্রকাশের কোনো তারিখ উল্লেখ পাওয়া যায়নি।
পরবর্তীতে ইত্তেফাকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, ইত্তেফাকের ফেসবুক পেজে গত ১৯ মে ‘বিএনপি সরকারে এলে স্কুলশিক্ষার্থীদের কারিকুলামে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। ইত্তেফাকের মূল ফটোকার্ডটিতে ‘বিএনপি সরকারে এলে স্কুলশিক্ষার্থীদের কারিকুলামে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘বিএনপি সরকারে এলে ওয়ার্ড ভিত্তিক সকলকে গ্রেনেড মারার প্রশিক্ষণ নেয়া বাধ্যতামূলক করা হবে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে দৈনিক ইত্তেফাকের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সম্বলিত ইত্তেফাকের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৮ মে লন্ডনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ২০২৪ সালের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উক্ত অনুষ্ঠানে তাকে আলোচিত দাবি সম্বলিত কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
সুতরাং, তারেক রহমান ‘বিএনপি সরকারে এলে ওয়ার্ড ভিত্তিক সকলকে গ্রেনেড মারার প্রশিক্ষণ নেয়া বাধ্যতামূলক করা হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক ইত্তেফাকের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Ittefaq: Facebook Post