সম্প্রতি, বাংলাদেশের ঢাকায় হিন্দু ছাত্রদের নির্মমভাবে টার্গেট করা হচ্ছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে, চরম নৈরাজ্য ও সংঘর্ষের এই ভিডিওটিতে শুরুতেই একজনকে বলতে দেখা যায় ঢাকা থেকে আগত একজন শিক্ষার্থীকে বেদধড় পিটাচ্ছে ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা।
উক্ত দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ফেসবুকের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি বাংলাদেশের ঢাকায় হিন্দু ছাত্রদের নির্মমভাবে পেটানোর ভিডিও নয় বরং, গত ২৫ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম কালবেলার ইউটিউব চ্যানেলে গত ২৫ নভেম্বর ‘LIVE: র’ণ’ক্ষে’ত্র মাহবুবুর রহমান মোল্লা কলেজ… | 7 College Student | DMRC | Kalbela’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি নির্দিষ্ট অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য লক্ষ্য করা যায়।
Comparison: Rumor Scanner
ভিডিওটি থেকে জানা যায়, গত ২৫ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ এবং অন্যান্য শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও এটি।
দ্য ডেইলি স্টার এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২৫ নভেম্বর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের কয়েকশ শিক্ষার্থী ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এসময় তারা কলেজ ভবন ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুট করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৮ নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র অভিজিত। মৃত্যুর জন্য চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এই ঘটনার প্রেক্ষিতেই উক্ত হামলার ঘটনা ঘটে।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এই ঘটনার সাথে সাম্প্রদায়িকতার কোনো যোগসূত্র মেলেনি। গণমাধ্যমেও এমন কোনো তথ্য আসেনি।
সুতরাং, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাধিক কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিওকে ঢাকায় হিন্দু ছাত্রদের নির্মমভাবে পেটানো হচ্ছে দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Kalbela: LIVE: র’ণ’ক্ষে’ত্র মাহবুবুর রহমান মোল্লা কলেজ… | 7 College Student | DMRC | Kalbela
- The Daily Star: ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী, আহত অর্ধশতাধিক
- Rumor Scanner’s Own Analysis