মৃত্যুর আগে চাঁদে মহাকাশচারীদের চূড়ান্ত বার্তা শীর্ষক ভিডিওটি স্ক্রিপ্টেড

সম্প্রতি মহাকাশচারীদের মতো বেশভূষায় কান্না করা এবং সাহায্য চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি মৃত্যুর আগে চাঁদে মহাকাশচারীদের চূড়ান্ত বার্তার।

মহাকাশচারীদের

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ফেসবুকে সবচেয়ে ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় সাড়ে ৫ কোটি বার দেখা হয়েছে, প্রায় ৬ লক্ষ পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ২২ হাজারেরও অধিক বার ভিডিওটি শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মৃত্যুর আগে চাঁদে মহাকাশচারীদের চূড়ান্ত বার্তা শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় বরং এটি টিকটকে নানারকম ভয়ভীতিমূলক কনটেন্ট বানানো একজন টিকটকার এবং অভিনেতার তৈরি স্ক্রিপ্টেড ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে মূল ভিডিওটি পাওয়া যায়৷ lewissaunderson38 নামের একটি টিকটক অ্যাকাউন্টে গত ২৩ আগস্ট ভিডিওটি পোস্ট করা হয়। একইদিন একই নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি পোস্ট করা হয়।

Comparison : Rumor Scanner

ভিডিওটির বর্ণনায় লেখা হয়, মৃত্যুর আগে চাঁদে মহাকাশচারীর শেষ বা চূড়ান্ত বার্তা। এলিয়েনের সাথে ভয়ানক মুখোমুখি। 

ভিডিওটি পোস্টকারী লুইস স্যান্ডারসনের টিকটক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে দেখা যায় তার বায়োতে Actor তথা অভিনেতা লেখা দেখা যায়। তিনি এরকম আরো নানা পরিস্থিতির ভিডিও তৈরি করে তার টিকটক অ্যাকাউন্টটিতে প্রচার করেছেন৷ যেমন: কখনও তিনি সৈনিকের চরিত্রে ভিডিও বানিয়েছেন, কখনও পুলিশের চরিত্রে ভিডিও বানিয়েছেন, কখনও সংবাদ প্রতিবেদকের চরিত্রে ভিডিও বানিয়েছেন৷ এছাড়াও আরো নানা চরিত্রে নানা পরিস্থিতির ভিডিও বানিয়েছেন যা দেখে বুঝা যায় তিনি আসলে একজন টিকটকার অভিনেতা।

Screenshot : Tiktok

তার বিষয়ে অনুসন্ধানে ব্রিটিশ ট্যাবলয়েড সংবাদমাধ্যম দ্য সানে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে লুইস স্যান্ডারসনকে একজন বিতর্কিত টিকটক কনটেন্ট ক্রিয়েটর বলা হয়েছে। একইসাথে প্রতিবেদনটিতে তার ভয়ানক পরিস্থিতির ভিডিও বানানোর বিষয়ে উল্লেখ করার পাশাপাশি বলা হয়, তিনি ইংল্যান্ডের একটি শহরে জন্মগ্রহণ করেছেন এবং ২০১৪ সালের সিনেমা দ্য লস্ট চয়েসের মাধ্যমে তার সিনেমায় অভিষেক হয়।

তার নাম লুইস স্যান্ডারসন হলেও প্রচারিত ভিডিওটিতে তার নিজের নাম হিসেবে তাকে রিচার্ড গ্রে বলতে শোনা যায়। যা অধিকতর নিশ্চিত করে প্রচারিত ভিডিওটিতে তিনি ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছেন।

সুতরাং, মৃত্যুর আগে চাঁদে মহাকাশচারীদের চূড়ান্ত বার্তা সংক্রান্ত একটি স্ক্রিপ্টেড ভিডিওকে আসল ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img