কাতারের রাস্তার ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার

সম্প্রতি, “দেখ উন্নয়নের শত্রুরা। এটা বিদেশ নয়। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহা সংগ্রামে উন্নয়নের নমুনা।” শীর্ষক ক্যাপশনে জাঁকজমকপূর্ণ একটি রাস্তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

গত সেপ্টেম্বরে মোঃ শাহজালাল প্রধান নামের একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত এ সংক্রান্ত একটি ভিডিও (আর্কাইভ) এখন অবধি প্রায় ৫ লক্ষ বার দেখা হয়েছে। ১৬ হাজার রিয়্যাক্ট পাওয়া এই রিল ভিডিওটি শেয়ার করেছেন ৪৬০০ এর অধিক মানুষ।

কাতারের রাস্তার

একই ভিডিও ফেসবুকের আরেক পোস্টে  দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাঁকজমকপূর্ণ রাস্তার ভিডিওটি বাংলাদেশের নয় বরং কাতারের রাস্তার ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ফেসবুকে ভাইরাল পোস্টের কমেন্ট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে দেখা যায় একাধিক নেটিজেন ভিডিওতে থাকা রাস্তাটি কাতারের দোহা‍য় অবস্থিত কর্নিশ রোড দাবি করে কমেন্ট করেছেন। 

Comments by netizens.

সে সূত্র ধরে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের আপলোডকৃত কাতারের দোহার কার্নিশ রোডের একাধিক ভিডিও পাওয়া যায় (, , , )। উক্ত ভিডিওগুলোতে থাকা কাতারের কার্নিশ রোডের অবকাঠামোর সাথে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওতে থাকার রাস্তার অবকাঠামোগত মিল পাওয়া যায়। 

Video Comparison: Rumor Scanner.

পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য কাতার প্রবাসী মো. ইউসুফ নিশানের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। নিশান নিশ্চিত করেন, ভিডিওটি কাতারের কার্নিশ রোডে ধারণকৃত।

এছাড়া তিনি ভিডিওটির একটি ফ্রেমে কাতারের দোহায় অবস্থিত সিটি সেন্টার শপিং মল দেখা যাচ্ছে বলে জানান। সে সূত্র ধরে গুগল ম্যাপে সিটি সেন্টার শপিং মলের একাধিক ছবি ও ভিডিও (,) খুঁজে বের করা হয়। ছবিগুলোর সাথে আলোচ্য ভিডিওটির উক্ত ফ্রেম মিলিয়ে নিশ্চিত হওয়া যায় ভিডিওটিতে দোহার সিটি সেন্টার শপিং মলই দেখা যাচ্ছে। 

Video Comparison: Rumor Scanner.

মূলত, বাংলাদেশের রাস্তা দাবিতে জাঁকজমকপূর্ণ একটি রাস্তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর প্রেক্ষিতে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাস্তাটি মূলত কাতারের দোহায় অবস্থিত কার্নিশ রোডের। 

সুতরাং, কাতারের একটি রাস্তার ভিডিওকে বাংলাদেশের রাস্তা দাবি করে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img