সম্প্রতি, মোঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। এ সংক্রান্ত পোস্টগুলোর ক্যাপশনে লেখা হয়েছে “উনার জন্যই শাহজাহান তাজমহল বানিয়েছিলো।”
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবির নারী মোঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহল নন বরং এটি ভোপালের বেগম বিখ্যাত সুলতান শাহজাহান বেগমের ছবি।
এ বিষয়ে অনুসন্ধানে যুক্তরাজ্যের রয়াল কালেকশন ট্রাস্টের ওয়েবসাইটে “Sultan Shahjahan Begum, GCSI (1838-1901), Begum of Bhopal : Prince of Wales Tour of India 1875-6 (vol.3)” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ছবি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যাচ্ছে।
ওয়েবসাইটটি থেকে জানা যায়, এই নারীর নাম সুলতান শাহজাহান বেগম। তিনি ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন এবং ভারতের ভোপালের বেগম ছিলেন। ছবিটি ১৮৭৫ সালে প্রিন্স অফ ওয়েলস ও রানী ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ পুত্র অ্যালবার্ট এডওয়ারর্ডের ভারতবর্ষ ভ্রমণের সময়ে তোলা হয়েছিল।
ছবির স্টোরেজ সংক্রান্ত ওয়েবসাইট অ্যালামি’তেও একই তথ্য উল্লেখ রয়েছে।
মমতাজের বিষয়ে অনুসন্ধানে ভারতের তাজমহলের অফিসিয়াল ওয়েবসাইটে মমতাজের বায়োগ্রাফি থেকে জানা যাচ্ছে, সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের আসল নাম আরজুমান্দ বানু বেগম। তিনি ১৫৯৩ সালের এপ্রিল মাসে জন্ম গ্রহণ করেন এবং ১৬৩১ সালের ১৭ জুন মারা যান। অন্যদিকে ক্যামেরা আবিষ্কার হয় ১৮১৬ সালে। তাই তার ছবি পাওয়াও এক্ষেত্রে সম্ভব নয়। তবে পাকিস্তানের লাহোরের একটি জাদুঘরে মমতাজ মহলের অন্তত একটি পোট্রেটের সন্ধান মিলেছে। এই পোট্রেটের সাথে অবশ্য আলোচিত ছবিটির কোনো মিল পাওয়া যায়নি।
মূলত, ১৮৭৫ সালে প্রিন্স অফ ওয়েলস ও রানী ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ পুত্র অ্যালবার্ট এডওয়ারর্ড ভারতবর্ষ ভ্রমণের সময় অন্যান্য শাসক প্রধানদের মতো ভোপালের বেগম সুলতান শাহজাহান বেগমেরও ছবি তোলেন। উক্ত ছবিকে সম্প্রতি মোঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, ভোপালের বেগম সুলতান শাহজাহান বেগমের ছবিকে মোঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Royal Collection Trust – Sultan Shahjahan Begum, GCSI (1838-1901), Begum of Bhopal : Prince of Wales Tour of India 1875-6 (vol.3)
- Alamy – Website
- tajmahal.gov.in – The Cause of The Taj:: Mumtaz Mahal
- USA Today – When was the camera invented? Here’s who created the first camera in 1816.
- Rumor Scanner’s own analysis