ওসমান হাদি দাবিতে ভিন্ন যুগলের ব্যক্তিগত মুহূর্তের ফুটেজ প্রচার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সাথে এক নারীর অন্তরঙ্গ দৃশ্য দাবি করে কয়েকটি ছবি সামাজিক মিডিয়ায় ছোড়ানো হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ছবিগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিতে থাকা পুরুষ ব্যক্তিটি শরিফ ওসমান হাদি নন। বরং, ইন্টারনেট থেকে অ্যান্টোনি ও এনা নামে বিদেশি এক যুগলের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে antxana নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৩ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর ফ্রেমের মিল লক্ষ্য করা যায়।  

Comparison: Rumor Scanner 

অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি অ্যান্টোনি ও এনা নামে এক মার্কিন যুগলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তাদের দুইটি সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন ভিডিও তারা এই অ্যাকাউন্টে পোস্ট করে থাকেন।।

অর্থাৎ, ছবিগুলোতে থাকা পুরুষ ব্যক্তিটি হাদি নন

সুতরাং, শরিফ ওসমান হাদির সাথে এক নারীর অন্তরঙ্গ দৃশ্য দাবিতে মার্কিন যুগলের ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img