সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে দেশের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোর করুণ চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে, বন্যার পানি থেকে এক শিশুকে উদ্ধারের ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
শিশুটি ডুবে যাওয়া দাবিতে ইউটিউব ক্লেইম দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বন্যার পানি থেকে শিশুকে উদ্ধারের দাবিতে আলোচিত ভিডিওটি চলমান বন্যার নয় বরং, ভিডিওটি পুরোনো যা অন্তত ২০২১ সাল থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
অনুসন্ধানে ‘BD Travellers21’ নামে ইউটিউব চ্যানেলে ২০২১ সালেল ২৭ আগস্ট ‘ডুবে যাওয়া থেকে ছেলেটিকে উদ্ধার করা হলো চাঁদপুরের ভয়ঙ্কর তিন নদীর মোহনা থেকে ।। Dangerous Place’ শীর্ষক শিরোনামে আপলোডকৃত ভিডিওর সাথে আলোচিত দাবির ভিডিওটির মিল পাওয়া যায়।
ভিডিওটির বর্ণনায় উল্লেখ করা হয়, ‘চাঁদপুর তিন নদীর মোহনা। বর্তমানে এই তিন নদীর মোহনা অনেক উত্তাল। প্রতিনিয়ত এখানে কোন না কোন লঞ্চ, ট্রলার, নৌকা, স্টিমার অথবা মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। আজ একটি ছেলে এই ভয়ঙ্কর মোহনায় পড়ে গিয়েছিলো। বলা যায় ভাগ্য ভালো হওয়ার কারণে ছেলেটিকে উদ্ধার করা হয়েছে। আপনার যারা এই তিন নদীর মোহনায় ঘুরতে আসবেন তারা অবশ্যই নদী থেকে দুরত্ব বজায় রাখবেন এবং যারা নদীতে নৌকা নিয়ে ঘুরতে বের হবেন তারা লাইফ জ্যাকেট পরিধান করে করে নিবেন।’
অর্থাৎ, এটা নিশ্চিত যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক বন্যার নয়।
সুতরাং, সাম্প্রতিক বন্যার ভিডিও দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BD Travellers21: ডুবে যাওয়া থেকে ছেলেটিকে উদ্ধার করা হলো চাঁদপুরের ভয়ঙ্কর তিন নদীর মোহনা থেকে ।। Dangerous Place
- Rumor Scanner’s Own Analysis
হালনাগাদ/ Update
২৮ আগস্ট, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে একই দাবি সম্বলিত আরেকটি ভাইরাল ফেসবুক ভিডিও আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত ভিডিওটি প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।