মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

শেখ হাসিনা দেশে ফিরেছেন দাবিতে পুরোনো ভিডিও প্রচার

গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। সম্প্রতি শেখ হাসিনা পুনরায় দেশে ফিরেছেন দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

শেখ হাসিনার দেশে ফিরেছেন

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত উক্ত দাবির ভিডিওই দেখা হয়েছে প্রায় ৫ লাখ ৪০ হাজার ১৩৮ বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ১৭ হাজার ৪০৬ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ১ হাজার ৬৭৯ বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার দেশে ফিরে আসার দাবিটি সঠিক নয় বরং, রাষ্ট্রীয় সফর শেষে শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে ফেরার ২০২২ সালের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওতে থাকা মাছরাঙা টেলিভিশনের লোগো এবং সংবাদ পাঠিকার ‘দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক তথ্যের সূত্র ধরে মাছরাঙা টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৯ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা | Maasranga News শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর শুরু সংবাদ পাঠিকার ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। এছাড়াও প্রতিবেদনটি থেকে জানা যায়, সেসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারত থেকে বাংলাদেশে ফেরার ঘটনাকে কেন্দ্র করে উক্ত প্রতিবেদনটি করা হয়। যার সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

বিভিন্ন মহল থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের দাবি করা হচ্ছে। তবে তার দেশে ফেরার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানা যায়নি।  

সুতরাং, শেখ হাসিনার ভারত সফর শেষে দেশে ফেরার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img