গাজায় ফেব্রুয়ারিতে ইসরাইলের হামলার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি

গত ফেব্রুয়ারি মাসে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি ব্যবহার করা হয়েছে। 

উক্ত ছবি ব্যবহার করে ফিলিস্তিনে ইসরাইলের হামলার ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর এবং সোনালী নিউজ। 

উক্ত ছবি ব্যবহার করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত ছবিটি গত ফেব্রুয়ারি মাসের নয় বরং ২০১৮ সালে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার সময়কার দৃশ্যকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম Middle East Eye এর ওয়েবসাইটে ২০১৮ সালের ১৩ নভেম্বর “Gaza: Six killed as Israel and Hamas exchange fire” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Middle East Eye

প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালের ১২ নভেম্বর ফিলিস্তিনের গাজা শহরের আল-আকসা টিভি অফিসে হওয়া ইসরাইলি বিমান হামলার সময়ের ছবি।  

পাশাপাশি, জেরুজালেম ভিত্তিক গণমাধ্যম The Times of Israel এর ওয়েবসাইটে ২০১৮ সালের ২০ ডিসেম্বর “Bombed out and broke, Hamas-asffiliated Al-Aqsa TV to go off air” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির ক্যাপশনে বলা হয়, ছবিটি ২০১৮ সালের ১২ নভেম্বর ইসরাইলি বিমান হামলায় গাজা শহরের হামাস পরিচালিত টেলিভিশন স্টেশন আল-আকসা টিভি ভবনের। 

Screenshot:  The Times of Israel

অর্থাৎ, ফেব্রুয়ারি মাসে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার ঘটনায় গণমাধ্যমে সাড়ে চার বছরের পূর্বের ছবি ব্যবহার করা হয়েছে। 

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিটির ক্যাপশনে ছবিটি মধ্যপ্রাচ্যের গণমাধ্যম Middle East Eye থেকে সংগৃহীত বলে উল্লেখ করা হয়েছে এবং একটিতে কিছুই লিখা হয়নি। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম Middle East Eye এর প্রতিবেদন থেকে জানা যায় এটি ২০১৮ সালের ছবি। কিন্তু, সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিটি ব্যবহার করায় স্বাভাবিকভাবেই ছবিটি ফিলিস্তিনে ইসরাইলের সাম্প্রতিক হামলার ঘটনার বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়া অমূলক নয়। 

মূলত, গত ফেব্রুয়ারি মাসে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি প্রচারের প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, ছবিটি সে সময়ের নয়। এটি ২০১৮ সালের ১৩ নভেম্বর ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলায় সময়কার ছবি। গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে আলোচিত ছবিটির ক্যাপশনে পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্য না দেওয়ায় ছবিটি সাম্প্রতিক সময়ের বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে। 

সুতরাং, ফিলিস্তিনের গাজায় সাম্প্রতিক সময়ে ইসরাযইলের হামলার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সাড়ে চার বছর পূর্বের ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img