সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভার দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

সুপ্রিম কোর্ট

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করার ভিডিও নয় বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে করা প্রতিবাদ সভার পুরোনো ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে Supreme Court Bar Association Khobor নামের ইউটিউব চ্যানেলে গত ০৪ আগস্ট ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে আওয়ামী আইনজীবীদের প্রতিবাদ সভা ও মিছিল সমাবেশ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওটির বেশ কিছু অংশের মিল রয়েছে। অর্থাৎ, প্রচারিত ভিডিওটি অন্তরবর্তীকালীন সরকার গঠনেরও আগের সময়কার।

Screenshot collage: Rumor Scanner

পরবর্তীতে, মূলধারার গণমাধ্যম ভোরের কাগজ এর ওয়েবসাইটে গত ০৪ আগস্ট ‘এক দফার প্রতিবাদে ফুঁসে উঠেছেন আইনজীবীরা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনের বরাতে জানা যায়, গত ০৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির প্রতিবাদে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আওয়ামীপন্থী আইনজীবীরা প্রতিবাদ সভা করেন। মূলত ঐ প্রতিবাদ সভার ভিডিও-ই বর্তমানে ভিন্ন দাবিতে প্রচার করা হচ্ছে। 

এছাড়াও, একই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সমর্থনেও সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ বিক্ষোভ সমাবেশ করেন। 

সুতরাং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে করা প্রতিবাদ সভার ভিডিওকে সম্প্রতি আইনজীবী সমিতি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img