গত ২৯ আগস্ট, “নেত্রকোনায় যুবলীগ নেতাকে বাসায় না পেয়ে ৯ বছরের শিশু সন্তানকে গাছে ঝুলিয়ে হ’ত্যা” ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে থাকা শিশুটি যুবলীগ নেতার সন্তান নয়। মৃত আরাফাতের পিতার নাম হেলাল মিয়া। তার যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে “ইলমের বাইক সফর” নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ৩১ আগস্ট প্রচারিত ভিন্ন ফ্রেমের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে এটিকে এক শিশুর অকাল মৃত্যুর ঘটনা বলে দাবি করা হয়।
উল্লিখিত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইটে ২০২৫ সালের ৩১ আগস্ট “নেত্রকোনায় গাছে ঝুলে ছিল শিশুর মরদেহ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ৩০ আগস্ট (শনিবার) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় মো. আরাফাত (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই গ্রামের হেলাল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র। নিহতের বাবা হেলাল মিয়া বলেন, ‘আমার ছেলে অসুস্থ ছিল এবং মাথায় একটু সমস্যা ছিল। কথাবার্তা শুনত না। তাকে না পেয়ে আমরা খোঁজাখুঁজি করছিলাম। কারণ সে আগেও প্রায়ই গাছে উঠে বসে থাকত। পরে আমার এক ভাবি গিয়ে দেখে গাছে ঝুলে আছে।’ দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামানের বরাতে বলা হয়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ কিংবা সন্দেহ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হবে।
কালের কণ্ঠের প্রতিবেদনে কোনো ছবি যুক্ত না থাকায় এ বিষয়ে আরও নিশ্চিত হতে গণমাধ্যমটির দুর্গাপুর প্রতিনিধির সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি ভিডিও দেখে শিশুটির বিষয়ে নিশ্চিত করেন এবং আরও জানান শিশুর পিতা হেলাল মিয়া কোনো রাজনৈতিক দলের নেতা নন।
এই ঘটনায় দৈনিক যায়যায়দিন এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, নেত্রকোণায় অরাজনৈতিক ব্যক্তির সন্তান মারা যাওয়ার ঘটনাকে রাজনৈতিক কারণে মৃত্যু দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- ইলমের বাইক সফর – Facebook Post
- Kaler Kantho – নেত্রকোনায় গাছে ঝুলে ছিল শিশুর মরদেহ
- Jaijaidin – দুর্গাপুরে গাছে ঝুলে ছিল ৯ বছরের শিশুর মরদেহ
- Statement of Kaler Kantho Durgapur Correspondent