জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সংঘর্ষ চলছে দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি আলোচিত দাবিতে প্রচারিত একটি ভিডিওই ১৮ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সংঘর্ষের নয় বরং এটি ছাত্রলীগ কর্তৃক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার পুরোনো ভিডিও।
অনুসন্ধানে EMON AHMED নামক ফেসবুক পেজে গত ১৬ জুলাই তারিখে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণীতে থেকে জানা যায়, সেদিন ছাত্রলীগ বহিরাগত সশস্ত্র সন্ত্রাসীদের ক্যাম্পাসে নিয়ে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর ভয়াবহ হামলা চালায়।
জাতীয় দৈনিক দ্যা ডেইলি স্টার’র ওয়েবসাইটে গত ১৬ জুলাইয়ে “জাবিতে মধ্যরাতে ছাত্রলীগ-পুলিশের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত, শিক্ষক ও ৪ সাংবাদিক গুলিবিদ্ধ” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৬ জুলাই মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর জাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।
অনলাইন গণমাধ্যম জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে গত ২৮ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অন্যতম সমন্বয়ক আব্দুর রশিদ জিতুর ওপর হামলার পরিকল্পনার বিচারসহ তিন দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ করে শিক্ষার্থীরা।
সুতরাং, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সংঘর্ষ চলছে দাবিতে দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- EMON AHMED – Facebook Post