স্ভালবার্ড গ্লোবাল সীড ভল্ট দাবিতে ভিন্ন স্থানের ছবি প্রচার 

সম্প্রতি, নরওয়ের স্ভালবার্ড দ্বীপপুঞ্জে অবস্থিত গ্লোবাল সীড ভল্টের ছবি দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি নরওয়ের স্ভালবার্ড গ্লোবাল সীড ভল্টের নয় বরং ভিন্ন একটি স্থানের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷ 

বিষয়টি অনুসন্ধানে আলোচিত ছবিটির রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের অফিসিয়াল ওয়েবসাইট hawaii.gov এ ‘Diamond Head State Monument’ শিরোনামে একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিটির সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে৷

Comparison: Rumor Scanner

ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ডায়মন্ড হেড স্টেট মন্যুমেন্টের ছবি। যুক্তরাষ্ট্রের দ্বীপরাজ্য হাওয়াইয়ে অবস্থিত স্থানটি সম্পর্কে আরও জানা যায়, ডায়মন্ড হেড হাওয়াই দ্বীপপুঞ্জের ওয়াহু দ্বীপে অবস্থিত একটি আগ্নেয়গিরির শৃঙ্গ। এটি একটি বিখ্যাত প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শন, বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ১৯ শতকে এর শিলার ক্রিস্টালকে ব্রিটিশ নাবিকরা ভুল করে হীরা মনে করেছিল, তাই এর নাম ‘ডায়মন্ড হেড’। হাওয়াইয়ান ভাষায় এর নাম লেআহি, এখানে একটি জনপ্রিয় হাইকিং ট্রেইল রয়েছে, যেখান থেকে ওয়াইকিকি এবং প্রশান্ত মহাসাগরের অসাধারণ দৃশ্য দেখা যায়। আলোচিত দাবিতে উল্লিখিত বিষয়গুলোর সাথে এই স্থানটির কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি৷ 

এ বিষয়ে অধিকতর অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে নরওয়ের কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট Seedvalult.no এ Svalbard Global Seed Vault নামক স্থানের সন্ধান পাওয়া যায়৷ উক্ত ওয়েবসাইটে থাকা আলোচিত স্থানের বিস্তারিত বিবরণীর সাথে আলোচিত দাবিগুলোর মিল রয়েছে৷ উক্ত স্থানের বিষয়ে নরওয়ে সরকারের নিরাপত্তা ও সেবা সংস্থার ওয়েবসাইটেও একই তথ্য জানা যায়।

Comparison: Rumor Scanner

এসব সূত্র থেকে উক্ত স্থানের বিষয়ে আরও জানা যায়,স্ভালবার্ড গ্লোবাল সীড ভল্ট একটি নিরাপদ ব্যাকআপ বা সংরক্ষণ সুবিধা যা নরওয়েজিয়ান দ্বীপ স্পিটসবার্গেনের প্রত্যন্ত আর্কটিক স্ভালবার্ড দ্বীপপুঞ্জে অবস্থিত, যা বিশ্বের খাদ্য নিরাপত্তা ও শস্য বৈচিত্র্যের জন্য জাতিসংঘের সংগঠন Food and Agriculture (FAO) এত তত্ত্বাবধানে বীজ ভল্টের জিন ব্যাঙ্কে সংরক্ষিত বীজের নকলের জন্য বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদী সংরক্ষণ সুবিধা প্রদান করে। 

সুতরাং, স্ভালবার্ড গ্লোবাল সীড ভল্ট দাবিতে ডায়মন্ড হেড নামের ভিন্ন স্থানের ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • hawaii.gov – Website 
  • Hawaii State Parks – Website  
  • Svalbard Global Seed Vault – Website
  • Rumor Scanner’s Own Analysis 

আরও পড়ুন

spot_img