সবার ক্ষেত্রে হাতের কব্জি থেকে কনুই এবং পায়ের দৈর্ঘ্য সমান নয় 

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করা হচ্ছে, “আপনার পা আপনার হাতের কব্জি থেকে কনুই পর্যন্ত দূরত্বের মতোই দীর্ঘ”। 

কব্জি

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সবার ক্ষেত্রে হাতের কব্জি থেকে কনুইয়ের দূরত্ব এবং পায়ের দৈর্ঘ্য সমান নয়। এটি অনেকের ক্ষেত্রে ব্যতিক্রমও হতে পারে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোতে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করা drschoene ও health এর ওয়েবসাইটে উক্ত বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে দু’টো ওয়েবসাইটেই এই বিষয়ে নিবন্ধ খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। নিবন্ধ দুইটি পড়ে জানা যায়, অধিকাংশের ক্ষেত্রে হাতের কব্জি থেকে কনুই, পায়ের সমান দূরত্বে অবস্থিত বা দৈর্ঘ্য সমান। অর্থাৎ, এটা সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে। দুইটি নিবন্ধেই অধিকাংশের বিষয়টি উল্লেখ করা হয়েছে। 

তাছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টের অন্যতম তথ্যসূত্র drschoene এর একই ওয়েবসাইটে একই নিবন্ধে স্পষ্টভাবে বলা হয়েছে, দাবিটি সবার ক্ষেত্রে একই নাও হতে পারে৷ কারোর ক্ষেত্রে হাত থেকে কনুইয়ের দূরত্ব, পায়ের চেয়ে বেশী কিংবা কারোর ক্ষেত্রে এর উল্টো অর্থাৎ পায়ের পাতার দৈর্ঘ্য লম্বা হতে পারে।

Photo Source: drschoene

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে উক্ত বিষয়ে আরো কিছু নিবন্ধ খুঁজে পাওয়া যায়৷ বিশ্বাসযোগ্য সব নিবন্ধের ক্ষেত্রেই ‘Most’ শব্দটি উল্লেখ করা হয়েছে৷ অর্থাৎ, এটা অনেকের ক্ষেত্রে মিললেও সবার ক্ষেত্রে নাও মিলতে পারে। এরকম ‘Mostউল্লেখ বা সমর্থন করা কিছু আর্টিকেল দেখুন এখানেএখানে। তাছাড়া, দাবিকৃত ফেসবুক পোস্টের মন্তব্যের বিভাগেও অনেক নেটিজেনই দাবিটিকে অসত্য এবং নিজের ক্ষেত্রে মিলে নি বলে মন্তব্য করেছেন।

অধিকতর নিশ্চিত হতে অনুসন্ধান অব্যাহত রাখলে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক রেডিটে এই দাবিতে একটি পোস্ট কার্মা খুঁজে পাওয়া যায়। সেটির মন্তব্যেও বেশ কিছু বিদেশি ব্যবহারকারী দাবিটিকে অসত্য এবং নিজের ক্ষেত্রে মিলে নি বলে জানিয়েছেন।

Photo Source: Reddit

তাছাড়া, আন্তর্জাতিক সম্মানজনক পুরষ্কার “পুলিৎজার পুরষ্কার” প্রাপ্ত বৈশ্বিক সংবাদ সংস্থা Buzzfeed News এর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রকাশিত প্রতিবেদনটি পড়ে জানা যায়, ২০১৭ সালে আলোচিত একই দাবি চীনেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দাবিটির প্রত্যুত্তরে অনেকেই অন্যতম জনপ্রিয় মাইক্রোব্লগিং সামাজিক যোগাযোগ মাধ্যম Weibo তে নিজের হাত থেকে কনুই এবং পায়ের দৈর্ঘ্যের কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, অনেকের ক্ষেত্রে হাতের কব্জি থেকে কনুই এবং পায়ের দৈর্ঘ্যের সমান হলেও, কয়েকজন ছবিসহ উল্লেখ করেছেন যে তাঁদের ক্ষেত্রে দুটির পরিমাপ বা দৈর্ঘ্য সমান নয়।

Photo Source: Buzzfeed News 

মূলত, অধিকাংশের ক্ষেত্রে হাতের কব্জি থেকে কনুই এবং পায়ের দৈর্ঘ্য সমান হলেও এটি সবার ক্ষেত্রে সমান নয়। অনেকের ক্ষেত্রেই এর ব্যতিক্রম দেখা যায়। এমনকি প্রচারিত পোস্টগুলোতে তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত ওয়েবসাইটের নিবন্ধেও উল্লেখ আছে।

অর্থাৎ, আপনার পা আপনার হাতের কব্জি থেকে কনুই পর্যন্ত দূরত্বের মতোই দীর্ঘ শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img