মেসুত ওজিলের তুরস্কের হয়ে পরের বিশ্বকাপে খেলার দাবিটি মিথ্যা

সম্প্রতি “মেসুত ওজিল পরের বিশ্বকাপে তুরস্কের হয়ে মাঠে নামবে” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মেসুত ওজিল পরের বিশ্বকাপে তুরস্কের হয়ে মাঠে নামার তথ্যটি সঠিক নয় বরং কোনো তথ্যসূত্র ছাড়াই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

মেসুত ওজিল পরের বিশ্বকাপে তুরস্কের হয়ে মাঠে নামার তথ্যটির সত্যতা অনুসন্ধানে আন্তর্জাতিক ও দেশীয় কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে এই সংক্রান্ত কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। বিপরীতে অনুসন্ধানে দেখা যায়, মেসুত ওজিল ২০১৮ বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন।

Screenshot from reuters website

পরবর্তীতে কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ফুটবল ভিত্তিক ওয়েবসাইট ‘Goal’ এ ২০২১ সালের ১৪ মে “Why can footballers change international teams? Eligibility rules & new updates explained” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from goal website

এই প্রতিবেদনটি থেকে জানা যায় ফিফার নিয়ম অনুযায়ী, একজন খেলোয়াড়ের পক্ষে জাতীয় দল পরিবর্তন করা সম্ভব, যদি ঐ খেলোয়াড় ২১ বছর বয়সের আগে তিনটি প্রতিযোগিতামূলক সিনিয়র গেম এবং বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা ইত্যাদির মতো অফিসিয়াল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে না খেলেন।

Screenshot from goal website

অর্থাৎ বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা ইত্যাদির মতো অফিসিয়াল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে যদি কোনো খেলোয়াড়  খেলে তবে ঐ খেলোয়াড় আর জাতীয় দল পরিবর্তন করতে পারবে না।

এক্ষেত্রে মেসুত ওজিলের ক্যারিয়ার বিশ্লেষণ করে দেখা যায়, ওজিল জার্মানির হয়ে ২০১০, ২০১৪ ও ২০১৮ তিনটি বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ে খেলে একটি বিশ্বকাপ জিতেছেন।

সুতরাং, ফিফার উপরিউক্ত নিয়ম অনুযায়ী মেসুত ওজিল পরের বিশ্বকাপে তুরস্কের হয়ে খেলার কোনো সুযোগ নেই। 

এছাড়া মেসুত ওজিলের ভ্যারিফাইড ফেসবুক পেইজটুইটার একাউন্ট ঘুরেও এ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

মূলত, মেসুত ওজিল একজন তুর্কী বংশদ্ভূত জার্মানি ফুটবলার৷ তিনি জার্মানির হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে ২০১৮ সালে অবসর নিয়েছেন। তবে সম্প্রতি কোনো ধরনের তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসুত ওজিল পরের অর্থাৎ ২০২৬ বিশ্বকাপে তুরস্কের হয়ে মাঠে নামার একটি তথ্য ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায় ফিফার নিয়ম অনুযায়ী,  কোনো খেলোয়াড় যদি বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা ইত্যাদির মতো অফিসিয়াল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে কোনো জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করে তবে ঐ খেলোয়াড় আর জাতীয় দল পরিবর্তন করতে পারবেন না। এই নিয়মানুযায়ী, মেসুত ওজিলের পক্ষে আর তুরস্কের হয়ে খেলার সুযোগ নেই। কারণ, মেসুত ওজিলের ক্যারিয়ার বিশ্লেষণ করে দেখা যায়, ওজিল জার্মানির হয়ে ২০১০, ২০১৪ ও ২০১৮ তিনটি বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ে খেলে একটি বিশ্বকাপ জিতেছেন। এছাড়া তুরস্কের হয়ে খেলা নিয়ে মেসুত ওজিলের পক্ষ থেকে কোনো বক্তব্যও অনুসন্ধানে পাওয়া যায় না৷ 

সুতরাং, মেসুত ওজিলের পরের বিশ্বকাপে তুরস্কের হয়ে মাঠে নামার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img